অ্যাপল প্রসেসর চিপসেটকে কেন Bionic Chipবলা হয়?

অ্যাপল প্রসেসর চিপসেটকে কেন Bionic Chip বলা হয়?

আইফোনে প্রথম যে চিপটি ব্যবহার করা হয়েছিল, সেটির নাম ছিল APL0098। তারপর তাঁরা তাদের চিপের নাম দেয় A4চিপসেট। এই সিরিজটি A7 অ্যাপল পর্যন্ত চলমান রেখেছিল ২০১৩ সাল । এই A7 ছিলো তাদের প্রথম Quad-core প্রসেসর। তারপর ২০১৬ অ্যাপল A10 Fusion চিপসেট বাজারে নিয়ে এসেছিল। যেহুতু এই চিপসেটটির পারফর্ম্যান্স এবং কর্মদক্ষতা এর ফিউশন নাম হয়ে বাজারে এসেছিল, তাই তারা আর এতো বড় নাম ব্যবহার করতে পারে নি। কিন্তু ২০১৭ সালে তারা A11 Bionic Chip নিয়ে এসেছিল। এই চিপ একই সময়ে চার ধরনের সফট কোড ব্যবহার অনেক উচ্চ কর্মদক্ষতার সাথে ব্যবহার করতে পারতো। আসলে এই Bionic Chip নামটার তেমন কোনো গুরুত্বপূর্ণ অর্থ নেই। তাদের আগের ফিউশন চিপ থেকে এই চিপকে আলাদা করে তুলে ধরার জন্য এইটি ছিলো একটি মার্কেটিং টার্ম।

অ্যাপল প্রসেসর চিপসেটকে কেন Bionic Chip বলা হয়?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url