রিফ্রেশ রেট(Refresh Rate) কি? কেন এটি গুরুত্বপূর্ণ?

বর্তমানে অনেক স্মার্টফোন কোম্পানি বিভিন্ন Refresh Rate (120hz, 90 hz, 60 hz) ডিসপ্লে এর কথা বলে থাকে। অনেকেই জানি না এর সুবিধা কি। চলুন বিষয়টি নিয়ে একটু সহজ ভাষায় ধারণা নেয়া যাক।

Refresh Rate কি?

Refresh Rate ব্যপারটা ভিডিও- FPS এর অনেকটা কাছাকাছি।

FPS Vs Refresh rate

Refresh Rate হলো স্ক্রিনের পিক্সেলগুলো এক সেকেন্ডে কতবার রঙ পরিবর্তন করে। এই Refresh Rate যদি 120hz হয় তাহলে ডিসেপ্লের পিক্সেলগুলো প্রতি সেকেন্ডে ১২০ বার ভিন্ন রঙ দিতে পারবে। আপনাদের হয়তো মনে হচ্ছে, একটা স্মার্টফোন ব্যবহার করবো তাতে এতো সব জটিল বিষয় কেন তুলে ধরছি। তাই আপনাদের বোধগম্য করার জন্য মুল বিষয়টি এক লাইনে বললে, Refresh Rate যদি বেশি হয় তাহলে Smooth হয় অর্থাৎ স্ক্রিনে কোনো কাজ করতে গেলে ডিসপ্লেতে ছাড়া ছাড়া ভাব তৈরি হয় না। আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনে কোনো ভিডিও দেখলে সেই ভিডিওটা কতটা সুন্দরভাবে বা Smooth দেখতে পাচ্ছেন, সেটি অনেকটাই এই ডিসপ্লে-এর Refresh Rate ও FPS ওপর নির্ভর করে।

FPS কি?

অন্যদিকে, FPS হলো Frame per Second অর্থাৎ, ভিডিও করার সময় ক্যামেরা প্রতি সেকেন্ডে কতোগুলো ফ্রেম অর্থাৎ, ইমেজ বা ছবি তুলতে পারছে। আমরা যখন কোনো ভিডিও করি, ক্যামেরা সেখানে অনেকগুলো ছবি তুলতে থাকে। ক্যামেরা 60 FPS হলে সেই ক্যামেরা প্রতি সেকেন্ডে ৬০টি ছবি বা ফ্রেম তুলে ভিডিও-এর মধ্যে নড়াচড়া তুলে ধরবে। একটু কল্পনা করে দেখুন আপনার সামনে এক সেকেন্ডে কোনো একটা হাত নড়াচড়া করার ক্রমাগত ৬০টি ছবি দেখানো হলো। এতে আপনার কি মনে হবে না, যে একটি হাতের নড়াচড়া করার ভিডিও দেখছেন। ঠিক তেমন করেই ডিসপ্লের স্ক্রিনের নড়াচড়া করলে সেটিও ডিসপ্লের ভিডিও তুলে ধরে। যখন কম রিফ্রেশ রেটে কিছু দেখেন তাহলে আপনার বিরক্তিকর লাগবে, কারণ ভিডিও বা ডিসপ্লের স্ক্রিনের কোনো কাজের ক্ষেত্রে ফ্রেম কেটে কেটে আসবে। খুব সহজে বললে,  Continuous ভাবে ভিডিও প্লে হবে না।

What is FPS?

পূর্বের আইফোনগুলোতে রিফ্রেশ রেট কম থাকতো কেন?

Refresh Rate যত বেশি Hz হবে তা চোখে ততই ভালো দর্শন অনুভূতি সৃষ্টি করবে। এই রিফ্রেশ রেট ২টি বিষয়ের ওপর নির্ভর করে। সেগুলো হলো-

১. টাচ রেসপন্স

২. ডিসপ্লে

কিছু কিছু গেইম খেলতে গেলে লক্ষ্য করবেন, আপনার স্মার্টফোনে ভালো প্রসেসর, ভালো মানের র‌্যাম, গ্রাফিক্স প্রযুক্তি থাকা স্বত্তেও ভালো গেমিং অভিজ্ঞতা পাচ্ছেন না। এর একটাই কারণ হলো, আপনার ডিসপ্লের রিফ্রেশরেট কম।

আইফোনে ৬০হার্জ রিফ্রেশ রেট দিলেও টাচ প্যানেলের রিফ্রেশরেট বাড়ানো থাকার কারণে প্রায় ৯০হার্জ রিফ্রেশ রেটের অভিজ্ঞতা পাওয়া যায়। অর্থাৎ, টাচ প্যানেলে রিফ্রেশরেট বাড়ানোর কারণে টাচ প্যানেল থেকে দ্রুত টাচ রেসপন্স তৈরি হয় এবং আমরা খুব দ্রুত ফিডব্যাক পাই। বর্তমান আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস- এ ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে।

FAQs

রিফ্রেশ রেট কম হলে কি সমস্যা হতে পারে?

রিফ্রেশ রেট কম হলে খুব একটা সমস্যা হয় না। একটা সময় যে রিফ্রেশ রেট সাধারণ মনে হতো, সবকিছু আপডেট হওয়ায় এখন সেটিই অস্বস্তিকর অবস্থা তৈরি করে। তবে গেমিংয়ের জন্য বেশি রিফ্রেশ রেটের(১২০ হার্জ) ডিসপ্লে দেখে স্মার্টফোন কেনার জন্য পরামর্শ দিবো। তবে ৬০ হার্জ এর ডিসপ্লে স্টান্ডার্ড হিসেবে ব্যবহার করা যায়।

রিফ্রেশ রেট কি সকল ডিসপ্লেতে বাড়ানো সম্ভব?

হ্যাঁ, যেকোনো ডিসপ্লে যেমন- TFT, IPS LCD, AMOLED, Super AMOLED ইত্যাদি যেকোনো ডিসপ্লেতেই বাড়ানো সম্ভব। বর্তমানে, সকল ধরনের ডিসপ্লেতেই মোটামোটি ৯০ হার্জ ডিসপ্লে দিচ্ছে।

১২০ হার্জের রিফ্রেশ রেট কী সবচেয়ে ভালো?

অবশ্যই ১২০ হার্জ রিফ্রেশ রেট ভালো। তবে, বর্তমানে সবচেয়ে ভালো ১৪৪ হার্জের রিফ্রেশ রেটের স্মার্টফোনও রয়েছে। রিফ্রেশ রেট যতই বেশি হবে আপনার স্মার্টফোনে যেকোনো ছবি বা ভিডিও কোয়ালিটি ততই পরিষ্কার দেখা যাবে।

বেশি রিফ্রেশ রেটের কারণে কী ব্যাটারির চার্জ বেশি খরচ হয়?

সাধারণত বেশি রিফ্রেশ রেটের স্মার্টফোনগুলোতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়। তাই, অতিরিক্ত চার্জ খরচ হবার ভয় নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url