স্মার্টফোনের রিভিউতে বলা AG Frosted Finish আসলে কি?
AG Frosted Finish Glass
স্মার্টফোনের রিভিউ দেখার সময় প্রায়শই শুনতে পাওয়া যায় AG Frosted Finish Glass। চলুন একটু এই বিষয়টিকে সহজ ভাষায় বিশ্লেষণ করা যাক।
Frosted Glass প্রযুক্তিগত পরিভাষার শব্দ, যেটির অর্থ হলো কোনো স্বচ্ছ কাঁচের শীটকে স্যান্ডব্লাস্টিংয়ের মাধ্যমে অস্বচ্ছে এক কাঁচ। স্যান্ডব্লাস্টিং এর শাব্দিক অর্থ থেকে অনেকটা ভেবে নিতেই পারেন বালি ছিটানোর মতো। বালিকণার মতো ছোটো ছোটো কঠিন কণাসমূহ কাঁচের উপরে দ্রুত গতিতে প্রবাহিত করে কাঁচের শক্ত আবরণটি পরিষ্কার করা হয়।
AG glass (Anti-Glare glass) হলো, বিভিন্ন কেমিকেল দিয়ে গ্লাসের আবরণটিকে মসৃণ অস্বচ্ছ করে তোলা। যেটি গ্লাসের উপরে থাকা রুক্ষ বা অমসৃণ অংশগুলোকে একটি সুন্দর সারফেস (তল) এবং পরিণত করে ম্যাট ইফেক্ট তৈরি করে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন ঘুরছে যে ম্যাট ইফেক্ট আবার কি? ম্যাট ইফেক্টে আলো প্রতিফলিত হবার পরিবর্তে শোষণ ঘটে। আলো সম্পূর্ণ প্রতিফলিত হয়ে চোখে পড়লে সেটি চোখ দিয়ে দেখতে অসুবিধা সৃষ্টি করে। আর, এই সারফেসটিতে আলো পড়ে প্রতিফলিত হলে চোখে সুন্দর দর্শানুভুতি হয়, কারণ AG glass টি আলো শোষণ করার মাধ্যমে আলোর প্রতিফলন কমিয়ে দেয়। সবথেকে বড় ব্যাপার হলো এই ধরনের গ্লাস আবরণটি স্মার্টফোনের পেছনে ব্যবহার করা হলে এটি আপনার স্মার্টফোনকে ছোট-খাটো স্ক্রাচ থেকে দুরে রাখে।