IP রেটিং কি? আপনার শখের স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ তো?
২০২৩ সালে
বিভিন্ন কোম্পানির ফ্লাগশিপ ফোন থেকে শুরু করে Samsung Galaxy S22 Ultra, iPhone
14 pro পর্যন্ত IP66, IP67, IP68, IPX8, IP54, 5ATM- এই ধরনের IP
Rating সম্পর্কে অনেক জায়গায় শুনতে পাওয়া যায়। অনেকেই জানে না এসব দিয়ে আসলে কি বুঝায়। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি।
IP রেটিং কি?
আপনার স্মার্টফোনটি
পানি এবং ধুলো-বালি থেকে কতটুকু নিরাপদ থাকবে তা নির্দেশ করে । IP rating এর পূর্ণরূপ
হলো, Ingress Protection rating অথবা International Protection Rating। এখানে ২টি ডিজিটের মধ্যে প্রথম ডিজিটটি নির্দেশ করে
আপনার স্মার্টফোন কতটা ধুলোরোধী নির্দেশ করে। এখানে ১ থেকে ৬ পর্যন্ত রেটিং থাকে। এই
প্রথম ডিজিটটি ৬ নিচে হলেই আপনাকে বুঝতে হবে, আপনার স্মার্টফোনটি যথেষ্ট ধুলোরোধী নয়।
তবে, দ্বিতীয় ডিজিটটি নির্দেশ করে আপনার ফোনটি কতটুকু ওয়াটার রেজিস্ট্যান্স। দ্বিতীয়
ডিজিটটির রেটিং ১ থেকে ৮ পর্যন্ত হয়ে থাকে। সেই দ্বিতীয় ডিজিটটি যদি ৭ অথবা এরচেয়ে
বেশি হয় তাহলেই আপনার ফোনটি মোটামুটি ওয়াটার রেজিস্ট্যান্ট। IP68 এর স্মার্টফোনগুলো ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখলেও
ঠিক থাকবে।
কিছু স্মার্টফোনের
রিভিউতে IPX8 ব্যবহার করা হয়। এই ধরনের স্মার্টফোনগুলোতে ধুলোর পরীক্ষা না করেই শুধু
পানি বা ওয়াটার রেজিস্ট্যান্ট পরীক্ষা করেই তৈরি করা হয়েছে। তাই, প্রথম ডিজিটের জায়গায়
X ব্যবহৃত হয়েছে।
IP68 সহ যেসকল স্মার্টফোনগুলোতে ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফাইড করা, সেগুলোর IP রেটিং ২ বছর পর কমে যায়।