বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কি?

ভূ-পৃষ্ঠে বিভিন্ন স্থানে বায়ুর উষ্ণতার তারতম্য নির্ভর করে- সূর্যরশ্মির তীর্যক পতন, দিবামানের আধিক্য, জলীয় বাষ্পের পরিমাণ প্রভৃতির উপর। চলুন একটু বিশ্লেষণ করা যাক-

সূর্য এর আলোর ভূমিতে পড়ার কোণের উপর: কোন বেশি (৯০ ডিগ্রী বা তার কাছাকাছি) হলে সূর্য এর আলো ও তাপের পরিমাণ বেশি হয় এবং ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ু বেশি উত্তপ্ত হয়। আবার শীতকালে সূর্যালোক কম কোণে ভূপৃষ্ঠে পড়ার কারণে সূর্যালোকের তীব্রতা কমে যায়। ফলে বায়ু তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয়।

সূর্যালোকের উপস্থিতির সময়ের উপর: গ্রীষ্ম এবং শীতকালের মধ্যে গ্রীষ্মকালের সময়ে সূর্য বেশি সময় আকাশে দেখা যায়। সূর্যালোক যত বেশি সময়ব্যাপী কোনো স্থানে উপস্থিত থাকবে, সেই স্থানের বায়ু তত বেশি গরম হবে।

বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ: জলীয়বাষ্প বেশি তাপ ধারণ করতে পারে। এর ফলে কোনো স্থানের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হলে সেখানে বেশি গরম অনুভূত হবে।

বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url