Google নামের পেছনে রহস্য!

Google নামের পেছনে রহস্য

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর, কম্পিউটার সাইনটিস্ট ল্যারি পেজ এবং সার্গেই ব্রেন গুগল প্রতিষ্ঠা করেন। সে সময় তাঁরা ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এর জন্য গবেষণারত শিক্ষার্থী ছিলেন।

তবে, ১৯৯৬ সালের দিকে গুগলের নাম প্রথমে রাখা হয়েছিল BACKRUB। কারণ এটি ওয়েবসাইটের গুরুত্ব বুঝার জন্য সেই ওয়েবসাইটের ব্যাংক লিংক বিশ্লেষণ করতো। এরপর এটি পরিবর্তন করে রাখা হয় GOOGLE, যেটি এসেছিল Googol থেকে। Googol বলতে একটি বড় সংখ্যাকে বুঝানো হয়। ১ এরপর ১০০ টি নিয়ে শূন্য গঠিত সংখ্যাকে 1 Googol বলে। আর এখানে, 1 Googol দ্বারা আসলে Google এর কাছে থাকা আনলিমিট ডেটাকে রিপ্রেজেন্ট করা হয়।

The secret behind the name of Google

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url