আপনার মোবাইলকে বানিয়ে ফেলুন কম্পিউটারের স্পিকার
স্মার্টফোন এতোটাই স্মার্ট হয়ে যাচ্ছে যে আপনি চাইলেই খুব সহজেই আপনার মোবাইলকে ব্যবহার করতে পারবেন কম্পিউটারের স্পিকার হিসেবে। সেই কাজটি করার জন্য আপনাকে আপনার পিসি ও স্মার্টফোনে কিছু প্রসেস অনুসরণ করে কাজ করতে হবে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি।
কম্পিউটারের স্টেপসমূহ
১. প্রথমেই যেকোনো ব্রাউজারে যাবেন। আমি গুগোল ক্রম ব্রাউজার ব্যবহার করে দেখিয়েছি৷ গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চবারে Audiorelay লিখে সার্চ করুন। এতে নিচের স্ক্রিনশটের অনুরূপ প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই লিংক এ প্রবেশ করুন অথবা ক্লিক করুন এই ওয়েবসাইটে https://audiorelay.net/।
২. ক্লিক করার পরবর্তীতে নিচের স্ক্রিনশটের অনুরূপ একটা পেজ আসলে একটু নিচে স্ক্রল করলে AudioRelay for Desktop মেনুটি খুঁজে পাবেন।
৩. AudioRelay for Desktop মেনুর নিচে, আপনার PC যত বিটের প্রসেসর নিয়ে গঠিত, সেই প্রসেসর অনুযায়ী Download বাটনে সিলেক্ট করবেন।
৪. Download অপশনে ক্লিক করার সাথে সাথেই উপরের স্ক্রিনশটের মতো স্ক্রিনের নিচে বাম কোণে ডাউনলোড হচ্ছে এমন একটা .exe ফাইল দেখা যাবে।
৫. সফটওয়্যারটি কম্পিউটারে ডাউনলোড হবার পর Download ফাইলে যাবেন এবং ডাউনলোডকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করবেন।
৬. Do you want to run this file? এর নিচে Run অপশনে ক্লিক করবেন।
৬. 'Do you want to allow this app to make change to your device?'
উপরের লেখাটি দিয়ে বুঝায়, আপনার পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করার জন্য অনুমতি চাইছে। তখন শুধু Yes করবেন।
৭. Select the Language... তে- English রেখে OK করবেন।
৮. Select Destination Location-এ
Apps টি Installation এর জন্য Location সিলেক্ট করে দিবেন।
৯. Select Additional Tasks এর সকল অপশন সিলেক্ট করে Next এ ক্লিক করবেন।
১০. তারপর Ready to Install এর Install অপশনে ক্লিক করবেন।
১১. Completing the AudioRelay Setup Wizard আসার সাথে Finish এ ক্লিক করবেন।
এইবার আপনার মোবাইলকে বানিয়ে ফেলুন কম্পিউটারের স্পিকার
স্মার্টফোনের স্টেপসমূহ
১. আপনার মোবাইলকে কম্পিউটারের স্পিকার বানিয়ে ফেলুতে Play Store থেকে audiorelay অ্যাপটি ডাউনলোড করে Open করে নিন।
২. এরপর আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস স্ক্রিনশটের অনুরূপ বক্সে বসিয়ে দিয়ে Connect অপশনে টাচ করবেন।
৩. কয়েক মূহুর্তের মধ্যে এভাবেই আপনার মোবাইলকে ব্যবহার করতে পারবেন কম্পিউটারের স্পিকার হিসেবে।