পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে

পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে

বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহীত রয়েছে। এটাকে ই-পর্চা বলে। জমি-জমার রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি শিকার হলেও, বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে এই দলিল সহজে সংগ্রহ করা যায়। এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমি-জমাসংক্রান্ত বিভিন্ন দলিল যেমন- এসএ, সিএস, বিএস, বিআরএস- এর নকল/পর্চা/খতিয়ান কিংবা সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদিসমূহ ডিজিটালকৃত হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে। তাহলে চলুন জেনে আসি, কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই জমির আসল মালিককে ও জমির পর্চা খুজে বের করবো।

পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে


মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ

মোবাইলে জমির পর্চা বের করার জন্য নিচের প্রসেসগুলো অনুসরণ করুন-

১. প্রথমেই আপনাকে আপনার ব্রাউজারে এই লিংকটি (https://www.eporcha.gov.bd/) পেস্ট করে সার্চ করতে হবে।

২. তারপর নিচের স্ক্রিনশর্টের মতো একটি পেজ আসবে। আপনি তারপর স্ক্রল করে একটু নিচে সার্ভে খতিয়ান অপশনটিতে যাবেন।

পর্চা বের করার ওয়েবসাইট

৪. সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট না থাকলে তা সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করলে এর নিচে সার্ভে খতিয়ান অনুসন্ধান– এর নিচে বাম দিকে বিভাগের তালিকা চলে আসবে।

মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ


৫. আপনি আপনার বিভাগ সিলেক্ট করলে ডান দিকে আপনার বিভাগে জেলাগুলোর তালিকা চলে আসবে। এভাবে জেলা-উপজেলা সিলেক্ট করে খতিয়ানের ধরণ- এর মধ্যে থেকে আর এস সিলেক্ট করবেন।

মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ

৬. তৎক্ষণাৎ নিচে মৌজার তালিকা চলে আসবে। সেখানে মৌজা সিলেক্ট করে খতিয়ানের তালিকা থেকে মালিকানা নাম অথবা মালিকানা না জানলে খতিয়ান নং লিখে অনুসন্ধান করে সিলেক্ট করে দুইবার ট্যাপ করতে হবে।

মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ


মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ

৭. নতুন পেজটিতে খতিয়ানের দাগ নং দেখতে পাবেন। আর বিস্তারিত-তে গেলেই মালিক/দখলদারের আসল নাম জানতে পাবেন।

মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ


৮. আপনি চাইলে খতিয়ান আবেদন- এ গিয়ে খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। তবে সেখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নং, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইংরেজিতে নাম, ঠিকানা ইত্যাদি সহ ১০০ টাকা ফি পরিশোধের মাধ্যমে তাতক্ষণিক অনলাইন কপি অথবা ৭ দিনের মধ্যে সার্টিফাইড কপি খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ

মোবাইলে জমির পর্চা বের করার ধাপসমূহ

উপরের প্রসেসগুলো নিজের মোবাইল দিয়ে অনুসরণ করে খুব সহজেই পুরাতন দলিল বের করুন। কোনো সমস্যার সম্মুখীন হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url