ঘরে বসে ৫ মিনিটেই মোবাইল ট্রেন টিকেট বুকিং
বর্তমানে বাংলাদেশ রেল চলাচল ব্যবস্থাতে
যুক্ত রয়েছে ই-টিকিট সিস্টেম। অর্থাৎ অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। এখন তো ১০
দিন পূর্বেই নির্দিষ্ট তাদের ওয়েব সাইটে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
আপনিও খুব সহজেই এই টিকিট কাটতে পারবেন
এবং কাগজের টিকিট কাছে না রেখেও ট্রেন ভ্রমণ করতে পারবেন। কিন্তু কিভাবে খুব সহজে অনলাইনে এই
ট্রেনের টিকিট বুকিং দিতে হয়, সেটি জানতে হলে নিচের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুন।
১. আপনাকে রেলওয়ের ওয়েবওয়েব সাইটিতে
প্রবেশ করতে হবে। নিচে সেই ওয়েব সাইটের লিংক দেয়া হয়েছে-
https://eticket.railway.gov.bd
২. তারপর ওয়েব সাইটিতে রেজিস্ট্রেশন
করতে হবে। ওয়েব সাইটিতে গেলে উপরের দিকে Registration অপশনে যাবেন।
৩. রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল
নাম্বার ও NID কার্ড ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার আগে ক্যাপচাতে আপনাকে কিছু ছবি
সিলেক্ট করে আপনি যে রোবট নন, তার প্রমাণ দিতে হবে।
৪. Verify তে ক্লিক করার পর আপনার দেয়া
ফোন নাম্বারে একটি এসএমএসে ওটিপি যাবে, যেটি ১ মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে। তাহলেই
আপনার রেজিস্ট্রেশন ধাপ শেষ হয়ে যাবে।
৫. তারপর আবার Home-এ গিয়ে আপনাকে তে
আপনি যে স্টেশনের ট্রেইনে উঠবেন সেই স্টেইশনের নাম সিলেক্ট করতে হবে এবং যে জায়গার
স্টেশনে নামতে চান সেই নামটি সিলেক্ট করবেন। এছাড়া Date of Journey তে আপনি যেদিন ট্রেইনে ভ্রমন করতে চান সেই তারিখটা সিলেক্ট করে Choose a Class ড্রপ ডাউন মেনু থেকে ট্রেইনের কোন ক্লাসে যেতে চান তা সিলেক্ট করতে হবে। তারপর Search Trains এ ক্লিক করতে হবে।
৬. তাহলে আপনার গন্তব্যে যাওয়ার জন্য
যতগুলো ট্রেইন রয়েছে, সেগুলোর বিভিন্ন সময়ের ট্রেইনের তালিকা আসবে এবং সাথে থাকবে কতগুলো
সিট বুকিং হয়নি।
৭. তারপর আপনার পছন্দের ট্রেইন সিলেক্ট
করে যে বগিতে ফাঁকা সিট আছে সেখানে সিট বুক দিতে হবে। আর আপনি একটা NID দিয়ে সর্বোচ্চ
৪টা সিট বুক করতে পারবেন।
৮. আপনার পছন্দের সিট সিলেক্ট করে CONTINUE PURCHASE ক্লিক করলে পরবর্তী ওয়েব পেজে পেমেন্ট করার জন্য তিনটি মেথডের মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। সেখানে পেমেন্ট মেথডে মোবাইল ব্যাংকিংয়ের - বিকাশ, নগদ ও রকেট ব্যবহার করা যায়।
এছাড়া কোনো ১৮ বছরের নিচে কারো জন্য সিট নিলে ওয়েবপেজের শুরুতে যাত্রীর বিস্তারিত তথ্যে আপনি Adult Type এ তা থেকে Child সিলেক্ট করলে আপনার খরচ কিছুটা কমবে।
তারপর তিনটির যেকোনো একটি পেমেন্ট মেথড ব্যবহার করে যথেষ্ট টাকা পেইড করে দিলে আপনার টিকিটের একটি পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। আর এভাবেই খুব সহজে আপনার ই-টিকিট কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে।