কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন?

অনেক সময় জিমেইল অ্যাকাউন্ট না থাকলে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলা হয়। একটা সময় ফেসবুকে নাম্বার সার্চ করলেই সেই নাম্বারে ফেসবুক আইডি খুলা আছে কিনা তা সামনে চলে আসতো। কিন্তু এখন ফেসবুক সিকিউরিটি আরো জটিল হওয়াতে পূর্বের প্রসেসটি কাজ করে না এবং ইউটিউবে অনেক ভিডিওতে কোনো নাম্বারে ভুল পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করার চেষ্টার মাধ্যমে ফেসবুক আইডির নাম বের করার উপায় দেখানো হয়। কিন্তু বর্তমানে সেটিও কাজ করছে না। তাই একটি উপায় দেখাবো যেটির সাহায্যে আপনি সহজেই মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে পারবেন এবং সাথে কিছু বোনাস ইনফরমেশনও পাবেন।

যেভাবে মোবাইল নম্বর দিয়ে ফেসবুক আইডি বের করা যায়- আমরা অনেক সময় কোনো মোবাইল নাম্বার থেকে সেই নম্বর ব্যবহারকারীর ফেসবুক আইডি সহ সম্পূর্ণ বিস্তারিত পেতে চাই। এই বিষয়টা অনেকটাই সহজ করে দিয়েছে Eyecon অ্যাপলিকেশনটি। এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং Playstore থেকে ডাউনলোড করতে পারবেন।

চলুন জেনে নেই, কিভাবে সহজেই এই Eyecon অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে যেকোনো নাম্বারের ফেসবুক আইডি বের করবেন।

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা যায়?

নিচের প্রসেসগুলো অনুসরণ করুন-

১. প্রথমে Playstore-এ গিয়ে Eyecon লিখে অনুসন্ধান করবেন।

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন


২. তারপর উপরের স্ক্রিনশর্টের মতো অ্যাপটি ডাউনলোড করে নেবার পর এবং GET STARTED করে Allow Access তে CONTINUE দিতে হবে।

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন


৩. তারপর Enable permissions to start using Eyecon এর Identify caller তে Enable করে Continue করতে হবে

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন

৪. আপনার মোবাইল নাম্বারটি দিয়ে Continue করে কানেক্ট হতে হবে, এতে আপনার ফোনে তাদের কোনো নম্বর থেকে একটি মিসড কল বা এসএমএস আসতে পারে।

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন


৫. এরপর আপনার নাম লিখে THIS IS ME তে যাবেন।

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন


৬. তারপর আপনি Lookup তে আপনার যে নাম্বার থেকে তথ্য প্রয়োজন সেই নাম্বারটি লিখে Search করবেন।

কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন


৭. তারপর সেই নাম্বার ব্যবহারকারীর নাম, ছবি ও যদি সেই নাম্বারে কোনো ফেসবুক আইডি থাকে তাহলে নিচের স্ক্রিনশর্টের মতো ফেসবুক আইকনটি থেকেই সেটির সন্ধান পাবেন।

Find out the details from number

এভাবেই আপনি খুব সহজেই যেকোনো মোবাইল নাম্বারের ফেসবুক আইডি সহ, সেই নাম্বার ব্যবহারকারীর নাম, ছবিও  বের করতে পারবেন। যদি আপনি যেই নাম্বারের ফেসবুক আইডি বের করতে চাচ্ছেন সেই আইডি লক করা থাকে তাহলে কিছু সময় সফল নাও হতে পারেন। যদি প্রসেসগুলো ফলো করে সফলতা পান, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং যদি এই বিষয়ে আপনার আরো পরামর্শ থাকে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url