মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালদের মতো ছবি এডিট করা যায়?
কম্পিউটারের অ্যাডোবি ফটোশপের সাহায্যে বা বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যারের সাহায্যে অনেকেই ছবি এডিট করে থাকেন, সাথে কিছু ইউনিক ফিচার যুক্ত করে থাকেন। মোবাইলে ফটো এডিটিংয়ে সবচেয়ে ভালো অ্যাপটি হলো Snapseed। প্লে স্টোর থেকে আপনি খুব সহজেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
এর অনেক ফিচার রয়েছে, যেগুলোর প্রতিটিই ফ্রি। অ্যাপটিতে প্রবেশ করে Open থেকে গ্যালারিতে গিয়ে আপনি যে ছবিটি এডিট করতে চান তা সিলেক্ট করতে হবে। আর আপনার সিলেক্টকৃত ছবির একদম নিচে Tools গেলেই বিভিন্ন ফিচার পাবেন। অ্যাপলিকেশনটির গুরুত্বপূর্ণ ফিচার সমূহ কিভাবে কাজ করে তা বিস্তারিত বর্ণনা করলাম।
১. Saturation- এই ফিচারটি মূলত ছবির রং নিয়ে কাজ করে। যদি Saturation একদম কমিয়ে দেন তাহলে আপনার ছবির সাদা কালা হয়ে যাবে। আর যতই বাড়াবেন সেটি আপনাকে ছবির ব্রাইটনেস বা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
২. Brightness – সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায় সবাই বেশি ব্রাইটনেসের ছবি পছন্দ করেন। অর্থাৎ এই অপশনটা আপনার ছবির ব্রাইটনেস কম বেশি করতে সাহায্য করবে। ব্রাইটনেস বেশি বাড়ালে আপনার ছবি ফেটে যেতে পারে, আর অতিরিক্ত কমিয়ে দিলে ছবিটি আরও ডার্ক হবে।
৩. Contarst– এটি ছবির মধ্যে বিভিন্ন উপাদানের মধ্যে তফাৎটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে তুলে। অর্থাৎ আপনি যদি Contarst বাড়িয়ে দেন তাহলে অন্ধকার অংশকে আরও অন্ধকার করে তোলে এবং উজ্জ্বল অংশগুলো ফেটে যাবে।
৪. Highlights– যে অংশগুলোর উজ্জ্বলতা বেশি রয়েছে সে অংশের উজ্জ্বলতা কমাতে বা বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ এটি শুধু উজ্জ্বল অংশে কাজ করে।
৫. Shadows– আপনার ছবিটির অন্ধকার অংশগুলো পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ এটি শুধু ছবির ডার্ক অংশগুলোতেই প্রভাব ফেলে।
৬. Warmth- এটি ছবির White Balance হিসেবে কাজ করে। সহজে বললে এটি বাড়িয়ে তুলতে আপনার ছবির হলুদাভ বৃদ্ধি পাবে। অনেকটা বিকেলে ছবি তোলার মতো। আবার কমিয়ে দিলে আপনার ছবিতে নীলাভ রঙ বেড়ে যাবে। আপনার ছবিটিতে যদি নীল আলো থাকে তাহলে একটু Warmth বাড়িয়ে দিতে পারেন।
৭. Details- ছবির লো রেজুলিউশনের অংশগুলো উজ্জ্বল করে তোলে। আবার কোনো ছবির মধ্যে শুষ্ক ভাব থাকলে এটি বাড়িয়ে সেই শুষ্ক ভাব কমিয়ে দিয়ে ব্লার করে দিতে পারবেন।
৮. HDR Scape- এটি ব্যবহার করলে আপনার ছবির উজ্জ্বল ও অন্ধকার অংশের Details অংশগুলো ফুঁটিয়ে উঠানো যায়। ছবির ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকলে এটি ব্যবহার করলে আকাশের দৃশ্যটা শার্প হয়ে অনেক সুন্দর হয়ে যায়।
৯. Healing– ফটোশপে যারা টুকিটাকি কাজ করেন, তারা সেখানে এই ফিচারটা পেয়ে থাকবেন। এটি ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো অংশের রঙ মিলিয়ে দিতে সাহায্য করে।
১০. Perspective- এটি ছবিকে ফ্লাট করতে সাহায্য করতে সাহায্য করে।
১১. Vignette– এটি আপনার চারপাশে একটা ডার্ক ইফেক্ট দেয়। আপনার ছবির মাঝখানে ফোকাস তৈরি করে দেয়।
১২. Expand– এটা ব্যবহার করে আপনি ছবির লক্ষ্যবস্তুকে সহজেই মাঝে আনতে পারবেন। তাহলে এই সফটওয়ারটি অটোমেটিকভাবে পার্শ্ববর্তী অংশগুলো যুক্ত করে দিতে পারে।
১৩. Selective– এটি ব্যবহার করে আপনার ছবির যেকোনো অংশের বা কোনো পয়েন্টে একই সাথে- Saturation, Brightness, Contarst, Highlights পরিবর্তন করতে পারবেন।
এই ফিচারগুলো ব্যবহার করে যেকোনো ছবি পছন্দ মতো এডিট করে Export করলেই আপনার গ্যালারিতে এডিট করা নতুন ছবিটি সংরক্ষণ (Save) করতে পারবেন।
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা
মোবাইলে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে আপনাকে গ্যালারিতে কিছু ভালো ব্যাকগ্রাউন্ড এর ছবি রাখতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড এর জন্য কোনো ওয়েবসাইট থেকে পছন্দের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবেন। তারপর আপনার ফোনের যেকোনো ব্রাউজার থেকে remove bg লিখে Search করবেন।
সেখানে Upload Image গিয়ে এবার ওয়েবসাইটের ভিতরে গিয়ে পুনরায় Upload Image অপশনে গিয়ে আপনার গ্যালারির যে ছবি আপলোড দিতে চান তা সিলেক্ট করে দিবেন।
তারপর দেখতে পাবেন যে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডটি এই ওয়েবসাইটটি সরিয়ে দিয়েছে।
তারপর আপনার ছবিটির উপরের দিকে Edit লেখা অপশনটিতে যেতে হবে। তাহলে স্ক্রিনশর্টটির মতো একটা ইন্টারফেস আসবে, যেখানে নিচে বাম দিকে Upload Background-এ গিয়ে আপনার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডের ছবিটি সিলেক্ট করে আপলোড দিবেন।
তারপর দেখতে পাবেন সেই ওয়েবসাইটটিতে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তিত হয়ে গিয়েছে। এরপর আপনি যদি আপনার ফোনের গ্যালারিতে নতুন ব্যাকগ্রাউন্ডযুক্ত ছবিটি রাখতে চান তাহলে ডাউনলোড আইকন থেকে ডাউনলোড করে নিবেন। |
এডিটিংয়ে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন কালার মোডটা আপনার ছবিতে জায়গা দিতে চাচ্ছেন।