কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়?(৫টি অসাধারণ পদ্ধতি)

ইউটিউবে ভিডিও ডাউনলোড করাটা খুব সহজ। সাধারণত ইউটিউব অ্যাপে গেলে প্রায় সকল ভিডিও এর Download নিচে অপশনে গেলেই ভিডিও ডাউনলোড করা যায়। যেহুতু আপনি আমার এই ব্লগটা পড়তে এসেছেন তাহলে ধরেই নিচ্ছি আপনি এই উপায়ে ডাউনলোড করার বিষয়টি জানেন। তবে আপনি চান যে ইউটিউব থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে আনতে। কারণ ইউটিউব অ্যাপে ভিডিও ডাউনলোড করলে সেই ভিডিও শুধু ইউটিউব অ্যাপে গিয়ে অফলাইনে দেখতে পারা যায়, ফোনের সাধারণ ভিডিও গ্যালারিতে আসেনা। তাই চলুন, কথা না বাড়িয়ে ইউটিউব থেকে কোন উপায়ে সহজে ভিডিও ডাউনলোড করা যায় তা বিস্তারিত জেনে আসি।

কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়?

মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় প্রধানত ২টা উপায়ে।

  • ওয়েব সাইটের মাধ্যমে
  • সফটওয়্যারের মাধ্যমে

ওয়েব সাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড

পদ্ধতি-১. ব্রাউজারে ভিডিও লিংক এডিট করে ভিডিও ডাউনলোড

সহজে ইউটিউবের ভিডিও ডাউনলোড করার একটি জনপ্রিয় উপায় হলো যেকোনো ব্রাউজার ব্যবহার করে ভিডিও লিংক এর মাধ্যমে ডাউনলোড করা। এজন্য আপনাকে প্রথমে যেকোনো ব্রাউজার বা Google Chrome অ্যাপটি ওপেন করত হবে এবং সেটি থেকে ইউটিউবে গিয়ে সেই ভিডিও সার্চ করে প্লে করতে হবে। তারপর উপরের সার্চ বার থেকে ভিডিও লিংকটি কপি করে নিবেন।

Video link select from YouTube

এরপর ব্রাউজারের সার্চে গিয়ে কপিকৃত লিংকটি পেস্ট করে বা সার্চ অপশনে গিয়ে ট্যাপ করে ধরে রাখতে যে Paste অপশনটি আসে সেটিতে গেলে ভিডিও লিংকটি পেস্ট হয়ে যাবে।

video link paste for download




Video Download by chrome


সেখানে গিয়ে ভিডিও লিংকটি পেস্ট করার পর একটু এডিট করতে হবে। সেজন্য m. এর পরে এবং youtube.com এর আগে কোনো ফাঁকা না রেখে ss লিখে সার্চ করতে হবে। না বুঝতে পারলে নিচের স্ক্রিনশর্ট দেখুন।

Edit URL for video Downloading

তখন স্ক্রিনশর্ট এর মতো একটি পেজ চলে আসবে। তারপর স্ক্রল করে নিচে গেলেই ডাউনলোডের অপশন পাবেন। সেখানে টাচ করলেই আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং আপনি যদি ভিডিওটির রেজুলেশন কমিয়ে চান তাহলে এর পাশে থেকে ড্রপডাউন মেনু থেকে MP4 360 সিলেক্ট করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Download video by savefrom




এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ডাউনলোড শেষ হলে আপনার ফোনের ভিডিও গ্যালারিতে ভিডিওটি খুজে পাবেন।

বি:দ্র: এই পদ্ধতি অনুসরণ করে ল্যাপটপ বা পিসিতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

সরাসরি ওয়েব সাইটের সাহায্যে ভিডিও ডাউনলোড

এছাড়া কিছু ওয়েব সাইট থেকে আরো সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ওয়েব সাইটগুলো হলো-

  • https://en.loader.to/4/
  • https://9convert.com/en332
  • https://en.savefrom.net/

প্রথম দুটি ওয়েব সাইটের বিশেষত্ব হলো আপনি চাইলে সম্পূর্ণ ভিডিওটির আলাদা অডিও ডাউনলোড করতেও পারবেন।


পদ্ধতি-২. En.loader থেকে ভিডিও ডাউনলোড

(https://en.loader.to/4/) এই ওয়েব সাইটে গিয়ে URL বক্সে লিংক পেস্ট করার পর Format থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট ডাউনলোডে ট্যাপ করলে অনেক সময় অন্য অ্যাডের পেজে আপনাকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আপনি আবার পূর্বের সাইটে ব্যাক আসবেন। তারপর নিচে স্ক্রল করলে দেখবেন যে আপনার সার্চ করা ভিডিওটার থাম্বনেইল ১০০% লোড নেবার পর নিচে আবার একটা Download অপশন আছে। সেটিতে আবার ট্যাপ করলে আপনার ব্রাউজারে ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

En.loader থেকে ভিডিও ডাউনলোড

Download video by Loader

পদ্ধতি-৩. 9convert থেকে ভিডিও ডাউনলোড

(https://9convert.com/en332) এই ওয়েব সাইটে গিয়ে লিংক পেস্ট করে ডাউনলোডে ট্যাপ করলেই ভিডিওটির থাম্বনেইলের নিচে ডাউনলোড অপশন চলে আসবে। তখন পূর্বের মতো ডাউনলোডে টাচ করলেই ভিডিও ডাউনলোড শুরু হবে।

9convert থেকে ভিডিও ডাউনলোড


পদ্ধতি-৪. Savefrom থেকে ভিডিও ডাউনলোড

(https://en.savefrom.net/) কিন্তু এই ওয়েব সাইটে নিচের বক্সটিতে লিংকটি পেস্ট করে ডান দিকের অ্যারোটিতে ট্যাপ করলেই দেখবেন এর নিচে ভিডিওটির থাম্বনেইল সহ প্রথম উপায়ে ডাউনলোডের মতো ডাউনলোডের অপশন এসে গেছে। সেখান থেকে প্রথম স্টেপের মতো করে ডাউনলোড করে নিতে পারবেন।

Savefrom থেকে ভিডিও ডাউনলোড


সফটওয়্যারের মাধ্যমে ভিডিও ডাউনলোড

সফটওয়্যারের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি জনপ্রিয় অ্যাপলিকেশন হলো- Vidmate। চলুন Vidmate এর সাহায্যে ইউটিউব ভিডিও ডাউনলোড করা স্টেপগুলো জেনে আসি।

পদ্ধতি-৫. Vidmate থেকে ভিডিও ডাউনলোডের নিয়ম

প্রথমে আপনাকে Vidmate অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। কিন্তু এটির আসল অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না। সেজন্য আপনি এই লিংকটির (https://www.vidmateapp.com/) মাধ্যমে Vidmate এর ওয়েব সাইটে গিয়ে FREE DOWNLOAD NOW অপশনে গেলেই ডাউনলোডের সময় একটি অ্যালার্ট নোটিফিকেশন আসবে যে এই অ্যাপ ফাইলটি আপনার ফোনের জন্য ক্ষতিকর হতে পারে।



আপনি নিশ্চিন্তে অপশনে Download anyway গিয়ে ডাউনলোড করে নিবেন। তারপর ডাউনলোড ফাইল থেকে অ্যাপটি ইন্সটল করে নিবেন।


Vidmate app installation


এরপর ইউটিউবের যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি প্লে করতে হবে। তারপর ভিডিওর নিচের স্ক্রিনশর্ট এর মতো যে Share অপশনটি রয়েছে সেটিতে যাবেন।

Vidmate video Downloading


তাহলে আপনার ফোনের স্ক্রীনে যেই পেইজটি আসে সেটি থেকে Vidmate খুজে নিয়ে সিলেক্ট করতে হবে।

Vidmate video Downloading


এতে অটোমেটিক আপনি অ্যাপে প্রবেশ করবেন, তবে এই অ্যাপের মধ্যে Download অপশন পাবেন। সেই অপশনে গেলেই আপনি আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url