কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়?

ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করতে হলে প্রথমে আর্টিকেল ইউ.আর.এল বা লিংকটি কপি করা, আর্টিকেলের মধ্যে কোনো শব্দ সার্চ করার মতো বেসিক কিছু বিষয় জানতে হবে। চিন্তার কোনো কারণ নেই কারণ আমি বিষয়গুলো স্ক্রিনশটের সাহায্যে সহজভাবে তুলে ধরার চেষ্ঠা করবো।

সুচিপত্র

আর্টিকেলের কোথায় টেবিল অফ কন্টেন্ট যোগ করবো?

একটি সুন্দর আর্টিকেলে সূচিপত্রটি সাধারণত শুরুর দিকে বা ভূমিকা বা ফিচার ইমেজের পরে যোগ করতে হয়। তাই, প্রথমে আপনার পোস্টটির সাবহেডিংগুলো কপি করে ফিচার ইমেজের নিচে একটি লিস্ট করে রাখতে হবে।

কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়?

১. আপনাকে প্রথমেই আর্টিকেলটি পাবলিশ করতে হবে। তারপর সেই পাবলিশ করা সেই আর্টিকেলের ইউ.আর.এল-টি কপি করে নিতে হবে। নিচের স্ক্রিনশটটি দেখুন।

আর্টিকেল URL


২. তারপর আপনার ব্লগারের অ্যাকাউন্টে সেই পোস্টটিতে আবার এডিট করতে যেতে হবে।

৩. যেখানে সাবহেডিংগুলোর লিস্ট করেছেন, একটি পুরো হেডিং সিলেক্ট করে স্ক্রিনশটের মতো লিংক ইনসার্ট করবেন।

কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়


এভাবে সেই লিস্টের প্রতিটি সাবহেডিং টাইটেলের ক্রম অনুযায়ী লিংকটির শেষে ইনসার্ট করবেন #1,2,3।

কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়


#(হ্যাশ)দেবার পরবর্তী সংখ্যাটিই পরবর্তী ধাপে একই ধারায় id=”” কোটেশনের মধ্যে বসিয়ে দিতে হবে।

Format:

https://আর্টিকেল লিংক#সাবহেডিং ক্রম

যেমন-

-https://আর্টিকেল লিংক#1 বা https://www.engineersimple.info/2023/06/how-to-add-table-of-content-in-blogger-post.html#1

-https://আর্টিকেল লিংক#2 বা https://www.engineersimple.info/2023/06/how-to-add-table-of-content-in-blogger-post.html#2

৪. সেখানে পোস্ট টাইটেলের নিচে বাম দিকের প্রথম অপশনের ড্রপ ডাউন ক্লিক করলেই যে দুটি অপশনে আসবে।


কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়

এখানে HTML View-তে যাবেন।

কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়

সাথে সাথেই নিচে সেই টাইটেলটি স্ক্রিনশটের মতো কালারফুল হয়ে সামনে আসবে। সেখান থেকে হেডিং ট্যাগ বের করবেন। হেডিং ট্যাগে ’<’এর পর কোনো ব্যাক স্লাশ থাকবেনা। যেমন এখানে হেডিং ট্যাগটি- <h3>। তারপর <h3 id=”1”> লিখবেন। এখানে এর পর কিছু থাকলেও সেটি দেখার বিষয় নয়।

কিভাবে ব্লগারে আর্টিকেলে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্ট যোগ করা যায়


Format

<h3 id=”হেডিং টাইটেলে ব্যবহৃত সংখ্যা”>
৫. তারপর বাম দিকের ড্রপডাউন মেনুতে আবার Compose View গিয়ে করে ফিরে গিয়ে পোস্টটি Update করতে হবে।

এভাবেই খুব সহজে একটি পোস্ট আকর্ষণীয় করার জন্য সূচিপত্র ব্যবহার করতে পারবেন। ধৈর্য ধরে পুরো আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। উপরের প্রসেসগুলো অনুসরণ করেও যদি আপনি আপনার ব্লগ পোস্টে সূচিপত্র যুক্ত না করতে পারেন, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের টিম খুব দ্রুত আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url