মাত্র ৩ সেকেন্ডেই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই এবং ডাউনলোড করুন!

আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটির অনলাইন কপি তৈরি হয়েছে কিনা, সেটি চেক করতে আপনাকে আর কোনো দিন কম্পিউটারের দোকানে গিয়ে দাড়িয়ে থাকতে হবে না। এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই তা চেক করতে পারবেন। চলুন জেনে আসি কিভাবে তা সহজেই করতে পারবেন।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

আমি আপনাদের বোঝার সুবিধার্থে সব সময় ধাপে ধাপে কাজগুলোকে উপস্থাপন করার চেষ্ঠা করি। তাই আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটির অনলাইন কপি চেক করতে নিচের ধাপগুলো অনুসরন করুন:

১. আপনার স্মার্টফোনের যেকোনো ব্রাউজারে গিয়ে লিখবেন-everify bdris gov bd বা (https://everify.bdris.gov.bd/) ওয়েবসাইটের যে লিংকটি দিয়েছি তা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করবেন।


অনলাইন জন্ম নিবন্ধন যাচাই এবং ডাউনলোড করবেন


২. তারপর আপনার সামনে আসা ওয়েব পেজটিতে Birth Registration Number বক্সে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিবেন এবং Date of Birth বক্সে জন্ম তারিখ বসিয়ে দিবেন। মনে রাখবেন শুরুতে আপনার জন্ম সাল, তারপর মাস এবং সবশেষে দিন দিতে হবে।


৩. এরপর নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। এই ক্যাপচাতে দুইটি সংখ্যার যোগফল বের করতে বলা হবে। আপনি সেই যোগফল বের করে The answer is বক্সে বসাবেন। তারপর Search অপশনে যাবেন।


আপনার জন্ম সনদটি যদি অনলাইন করা থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য নিচের স্ক্রিনশর্টের মতো সামনে চলে আসবে।


জন্ম সনদটির অনলাইন কপি ডাউনলোড

১. এরপর যদি আপনি জন্ম সনদটি ডাউনলোড করতে চান, তাহলে নিচের স্ক্রিনশর্টের মতো আপনার ব্রাউজারের তিনটি ডট থাকা অংশে ক্লিক করবেন।

 


২. তারপর আসা মেনুটি থেকে Share… অপশনটিতে যাবেন।


৩. তারপর একটু ডানদিকে স্ক্রল করে Print অপশনটিতে যাবেন।


৪. এরপর উপরের বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন Select a printer অপশনটি আছে। 

সেখানে Save as PDF ট্যাপ করলেই ডানদিকে প্রিন্ট এর একটি আইকন দেখতে পাবেন।



৫. পিডিএফ আকারে প্রিন্ট অপশনটিতে গেলে আপনি যেখানে ডাউনলোড করে সংরক্ষণ করতে চান সেই ফাইল সিলেক্ট সেইভ করলেই ডাউনলোড করতে পারবেন।


এভাবেই খুব সহজে আপনিও নিজের অনলাইন জন্মনিবন্ধন যাচাই এবং ডাউনলোড করতে পারবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url