ঘরে বসেই জেনে নিতে পারবেন ঘূর্ণিঝড়ের সকল তথ্য!

বর্তমানে মোখা ঘূর্ণিঝড় নিয়ে নানা খবরাখবর দেখে হয়তো অনেকেরই যেকোনো ঘূর্ণিঝড় এর গতিপথ ও আবহাওয়া নিয়ে জানার আগ্রহ বেড়েই চলছে। আপনি আবহাওয়া সম্পর্কে একটু ধারনা রাখতে পারলেই, এখন ঘরে বসেই যেকোনো ঘূর্ণিঝড়ের সাম্প্রতিক অবস্থা, গতিপথ বুঝতে পারবেন।

আবহাওয়ার দূর্যোগ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন- World Weather Information Service, AccuWeather, Weather Underground এবং ঘূর্ণিঝড় নিয়ে আরো সূক্ষ্ম ধারণা পাবার জন্য ব্যবহার করতে পারেন- Zoom Earth, Rain Viewer, Cyclocane। এই ওয়েবসাইটগুলি বিভিন্ন অঞ্চলের জন্য গড় আবহাওয়ার পর্যবেক্ষন, পূর্বাভাস, মানচিত্র, রাডার এবং ঝড়ের গতিবিধির খবর সরবরাহ করে।

Live4 Bmd(https://live4.bmd.gov.bd/)- এই ওয়েবসাইটটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের, যেটি আপনাকে আবহাওয়ার পূর্বাভাস এবং আগাম সতর্ক বার্তা সম্পর্কে জানাবে। এছাড়া এই ওয়েবসাইটে বাংলাদেশে আক্রমিত ঘূর্ণিঝড় কোন পথ যাবে সেই সম্পর্কে ধারণা পাবেন।

Zoom Earth(https://zoom.earth/maps/satellite/): এই ওয়েবসাইট স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণিঝড়ের গতিপথের ধারণা দেয়।

ঘরে বসেই জেনে নিতে পারবেন ঘূর্ণিঝড়ের সকল তথ্য!

Rain Viewer(https://www.rainviewer.com/): এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।

Cyclocane(https://www.cyclocane.com/): এই ওয়েবসাইটে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ট্রাকিং ম্যাপ থাকে।

Windy(https://windy.com)- যেকোনো স্থানে ঝড়-বৃষ্টি বা ঘূর্ণিঝড়ে বাতাসের দিক সম্পর্কেও এই ওয়েব সাইটটি আপনাকে ধারণা দিবে।

Worldweather(https://worldweather.wmo.int/)

এটি World Metrology Organization এর ওয়েবসাইট, যেখানে ৩৪৫০ টি শহরের আবহাওয়ার বিস্তারিত তথ্য দেয়।

AccuWeather (https://www.accuweather.com/): আপনি যদি আপনার স্থানীয় লোকেশনের পূর্বাভাস দেখতে চান, তাহলে আপনি এই ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইটির HURRICANE TRACKER এর অপশনটি আপনাকে সাম্প্রতিক কোনো ঘূর্ণিঝড়ের সঞ্চারপথ সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়।

Weather Underground (https://www.wunderground.com/): আপনি যদি কোনো ক্ষুদ্র বা বৃহৎ অঞ্চলের আগামী ১০ দিনে সম্ভাব্য আবহাওয়া সম্পর্কে জানতে এই ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটটি দিনের প্রতি ঘন্টার আবহাওয়া জনিত খবর ও সতর্কতা ব্যবস্থাগুলো জানিয়ে দেয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url