মহাকাশে স্যাটেলাইট পাঠায় স্পেনের তরুণেরা!!!
বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্প্যানিশ তরুণ, খুলিয়ান ফার্নান্দেসের আগ্রহ স্যাটেলাইট নিয়ে। তিনি মাদ্রিদে গড়ে তুলেছেন একটি স্যাটেলাইট কোম্পানি। তার সমবয়সি ২৩ জনের এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত মহাকাশে ১৩টি স্যাটেলাইট পাঠিয়েছে। তার কোম্পানিটির নাম FOSSA Systems। এটি মূলত স্যাটেলাইট নির্মাতাজাত ও IOT Solution কোম্পানি।
তার কোম্পানির সর্বশেষ তৈরি স্যাটেলাইটটি
মহাকাশে ১৩ই জানুয়ারি পাঠানো হয়। তিনি সেদিন মাদ্রিদে নিজের দলের সাথে আমেরিকার কেপ
ক্যানাভেরালে রকেট উৎক্ষেপন কেন্দ্রে ছিলেন, কারণ সেদিন তার এবং তার দলে কয়েক মাসের
পরিশ্রমের ফসল যথা স্থানে পৌছাতে যাচ্ছিল। FOSSA
Systems কোম্পানির দপ্তর মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত। ৩০ জন স্প্যানিশ তরুণ-তরুণী
সেখানে তার সাথে ছোট স্যাটেলাইট তৈরি করেন। ৩ বছর আগে, ১৬ বছর বয়স থেকে খুলিয়ান ফার্নান্দেস
তার এই কাজ শুরু করেন। সেই ১৬ বছর বয়সেই তিনি তার প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিলেন।
তার ভাষ্যমতে, সেটি অনেকটা রুবিক্স কিউবের মতো ছোট ছিল।
খুলিয়ান ফার্নান্দেসের লক্ষ্য
প্রযুক্তির আর্শীবাদে প্রায় সব জায়গায়
এখন সেন্সর লাগানো থাকে। তবে সেখান থেকে তথ্য প্রেরণ করা জরুরী হলেও, সব জায়গাতে নেটওয়ার্ক
থাকে না। তাই তিনি চান সব মহাকাশের মাধ্যমে সব জায়গাতেই যোগযোগ মাধ্যম গড়ে তুলতে এবং
ইন্টারনেট অব থিংকস পৌছিয়ে দিতে চান।
মাত্র ১৬ বছর বয়সে নিজেই একটা কৃত্রিম
উপগ্রহ তৈরি করা, এবং এর অর্থ সংগ্রহ করাটা অনেক চ্যালন্জিং ছিল। তিনি কৃত্রিম উপগ্রহ তৈরির জন্য বিভিন্ন ফোরাম
পোস্ট, মাস্টার্স ও পিএসডি গবেষণার থিসিস রিপোর্ট ঘেটে অনেক তথ্য সংগ্রহ করেছিলেন।
এখন তার সহকর্মীরা তার জন্য স্যাটেলাইট তৈরি করেন। বেনসেন্তে গনসালেস, যিনি কোম্পানির
সহ-প্রতিষ্ঠাতা, সহ সকল সহকর্মীরাও যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত।