মানুষের বৈজ্ঞানিক নাম কি?

মানুষের বৈজ্ঞানিক নাম:

Homo sapiens (হোমো স্যাপিয়েন্স)।[পাঠ্য বইয়ে এই ইটালিক ফন্টে লেখা থাকে, তবে আমরা খাতায় লেখার সময় লিখবো-Homo sapiens।]

বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণও বলা হয়। চলুন দেখে আসি কিভাবে মানুষের বৈজ্ঞানিক নামটি আসলো।

বৈজ্ঞানিক নামকরণ

বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস গণ এবং প্রজাতির নাম ব্যবহার করে পরিচিত জীবগুরোর বৈজ্ঞানিক নামকরণ করেন, যা দ্বিপদ নামকরণ (Binomial nomenclature) নামেও পরিচিত, কারণ এতে ২টা অংশ রয়েছে। অধিকাংশ জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষা থেকে এসেছে। যেমন- Homo sapiens (হোমো স্যাপিয়েন্স) জ্ঞানী মানুষ। Homo (হোমো) শব্দের অর্থ মানুষ বা মানব জাতি, Sapiens (স্যাপিয়েন্স) শব্দের অর্থ জ্ঞানী।

নিচে মানুষের শ্রেণিবিন্যাস থেকে যেভাবে এসেছে তা বর্ণনা করা হলো-

অধিজগত বা Domain: Eukaryota(ইউক্যারিওটা)

রাজ্য বা Kingdom: Animalia (এনিমেলিয়া- সমস্ত প্রাণীদের নিয়ে গড়ে উঠে এনিমেলিয়া রাজ্য তথা প্রাণীজগত)

পর্ব বা Phylum: Chordata (কর্ডাটা- এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের পিঠে একটি ফাাঁপা নার্ভ কর্ড থাকে। বেশ কিছু প্রাণীদের মাঝেই মেরুদন্ড দেখা যায়)

উপ-পর্ব বা Subphylum: Vertebrata (ভার্টিব্রাটা- উপ-পর্বটিতে এই পর্বের সকল  মেরুদন্ডী প্রাণীরা অন্তর্ভুক্ত)

শ্রেণি বা Class: Mammalia (ম্যামিলিয়া- স্তন্যপায়ী প্রাণীরা অন্তর্ভুক্ত)

উপশ্রেণি বা Subclass: Theria (থেরিয়া- ডিম ছাড়া সন্তান জন্ম দিতে পারে এমন উপশ্রেণীর মেরুদন্ডী প্রাণীরা অন্তর্ভুক্ত)

বর্গ বা Order: Primates (আধুনিক মানুষের প্রাইমেট বর্গ থেকে যাত্রা শুরু হয়েছিল)

গোত্র বা Family: Hominidae (হোমোনিডি)

গণ বা Genus: Homo

প্রজাতি বা Species: H. sapiens

মানুষের বৈজ্ঞানিক নাম কি এবং কিভাবে এলো?


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url