কম্পিউটারে ভাইরাস থাকলে তা কিভাবে বুঝবো এবং সমাধান করবো?

কম্পিউটারে ভাইরাস থাকলে তা কিভাবে বুঝবো এবং সমাধান করবো?

কম্পিউটার ভাইরাস থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া একদম সম্ভব নয়। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এর থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব। ভাইরাস বিড়ম্বনা থেকে মুক্তির জন্য সতর্কতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম।

সমস্যার ধরণ

সফটওয়ার

বোঝার উপায়

১. কম্পিউটার স্লো হয়ে যাবে

২. কাজ করার সময় হঠাৎ সেটি আটকে যাবে/ হ্যাং করবে

৩. কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে

৪. যখন-তখন কম্পিউটার রিস্টার্ট নিতে পারে

৫. কন্ট্রোল প্যানেল্য/ ফোল্ডার অপশন হাইড হয়ে যেতে পারে

৬. ড্রাইভ বা ফোল্ডার লক হয়ে যেতে পারে।

কম্পিউটারে ভাইরাস থাকলে তা কিভাবে বুঝবো এবং সমাধান করবো?

সমাধান

১. ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকা

২. যেকোনো পেনড্রাইভ বা মোবাইল ফোন পিসিতে সংযুক্ত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অথবা পেনড্রাইভের অটো প্লে বন্ধ করা

৩. এন্টিভাইরাস ব্যবহার করা

৪. পেনড্রাইভ পিসিতে ওপেন করার আগে স্ক্যান করে নেয়া

৫. ভাইরাস আক্রান্ত ড্রাইভ ফরম্যাট করা

৬. রেজিস্ট্রি টুলস ব্যবহার করে বিভিন্ন অপশন ফেরত আনা যায়

৭. অপারেটিং সিস্টেম নতুন করে ইন্সটল করা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url