কত ডিগ্রি জ্বর হলে মানুষ মারা যায়?
মানুষের শরীরের তাপমাত্রা ১০৪°F (৪১.১°C) বা তার বেশি হলে মৃত্যু ঘটতে পারে।
আমরা তাত্ত্বিকভাবে জানি, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট (৩৭ ডিগ্রি সেলসিয়াস)। তবে বর্তমান গবেষণা বলছে, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৭.৫ ডিগ্রি ফারেনহাইট। ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা তার বেশি তাপমাত্রা হলে জ্বর বলা হয়। ১০৩.১ ডিগ্রি ফারেনহাইট (৩৯ ডিগ্রি সেলসিয়াস) এর বেশি হলেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। তারপরের অবস্থা হলো হাইপারপাইরেক্সিয়া। আর, হাইপারপাইরেক্সিয়া হলো একটি মেডিকেল জরুরী অবস্থা, যেখানে শরীরের তাপমাত্রা ১০৪°F (৪১.১°C) বা তার বেশি হয়। এই অবস্থায় রোগীর বিভিন্ন শারীরিক জটিলতা মৃত্যুর কারণ হতে পারে।