কোন প্রাণীর চামড়া সবচেয়ে দামি?

কোন প্রাণীর চামড়া সবচেয়ে দামি?

কোন প্রাণীর চামড়া সবচেয়ে দামি? 

দোকানে চামড়ার কিছু কিনতে গেলে আমাদের প্রথম জিজ্ঞাসা থাকে আসল চামড়া তো। যুগ যুগ ধরে বিলাসবহুল দৃষ্টি নন্দন টেকসই পণ্য তৈরিতে ব্যবহার করা হয় চামড়ার, জুতা থেকে শুরু করে মানিব্যাগ, বেল্ট এমন কি শীতের পোশাকও তৈরি হয় চামড়া দিয়ে। প্রচলিত লেদার পণ্যগুলো সাধারণত গরু, ছাগল বা ভেড়ার চামড়া দিয়ে তৈরি হয়। এগুলো যেমন সহজলভ্য, একই সাথে বেশ সস্তা। কিন্তু অনেক প্রাণীই রয়েছে যাদের চামড়া যেমন বিরল, তেমনি আকাশ ছোয়া দাম। আবার কোন কোন প্রাণীর চামড়া সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পৃথিবীতে কোন প্রাণীর চামড়া সবচেয়ে দামি- চলুন জেনে আসি।
সাপের চামড়া: ধরা যাক সাপের কথা, এক বর্গফুট সাপের চামড়া কিনতে হলে আপনাকে কমপক্ষে গুনতে হবে ৬৫ হাজার টাকা। সাপের মধ্যে সবচেয়ে দামি অজগরের চামড়া এর চামড়া নাকি অনেকদিন টিকে থাকে। অজগরের গায়ে যেসব ছোপ ছোপ দাগ দেখা যায়, তার কারণেই এই চামড়ার এত কদর। বিশ্বখ্যাত ফ্যাশন ব্রান্ড GUCCI চামড়া আহরণের জন্য রীতিমতো সাপের খামার দিয়ে ফেলেছি । সাপের চামড়ার দাম বেশি হওয়ার পিছনে মূল কারণ এর দুশপ্রাপ্যতা। পৃথিবীতে কম জায়গায়ই রয়েছে, যেখানে আইনি জটিলতা ছাড়ায় সাপের চামড়া সংগ্রহ করা যায়।
মিঠা পানির কুমিরের চামড়া: সাপের চেয়ে কুমিরের চামড়ার দাম কিন্তু আরো বেশি। এক বর্গফুট অ্যালিগেটর বা মিঠা পানির কুমিরের চামড়ার দাম ৫০ হাজার থেকে এক লক্ষ টাকা। এদের চামড়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যাগ এবং জুতা বানাতে। এই চামড়ার একটি আলাদা প্যাটার্ন থাকে- চামড়ার উপর দাগগুলো সমানভাবে বিন্যস্ত তাই এটা দিয়ে নকশাকারীরা সহজেই নজরকাড়া ডিজাইন তৈরি করতে পারে। চীনে সবচেয়ে দামি অ্যালিগেটর চামড়া পাওয়া যায়।
স্ট্রিং রের চামড়া: শুধু উভচর না জলজ প্রাণীও রয়েছে এই তালিকায়, তার নাম স্ট্রিং রে। এদের পাওয়া যায় এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে। এর চামড়ার এক অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, চামড়ার উপরিভাগ দেখে মনে হয় হীরা বসানো আর আর আলো পড়লে এটি হীরার মতো জ্বলজ্বল করে তবে। স্ট্রিং রের চামড়া প্রক্রিয়াজাতকরণ করা একটু জটিল। তাই এই চামড়ার কিছু কিনতে হলে চড়া দামে দাম দিতে হয় ক্রেতাদের।
লোনা পানির কুমিরের চামড়া: ক্রকোডাইল বা লোনা পানির কুমিরের চামড়া দেখতে শক্ত মনে হলেও এটি কিন্তু বেশ কমল। প্যাটার্ন আর স্থায়িত্বের জন্য এর চামড়া নকশাকারীদের কাছে বারবারই প্রশংসিত। তাইতো এক বর্গফুট কুমিরের চামড়া কিনতে প্রায় ২ লাখ টাকা ব্যয় করতে হয়। 
হাতির চামড়া: সবচেয়ে দামি হলো হাতির চামড়া। হাতি হত্যা এবং চামড়া সংগ্রহ করা গোটা বিশ্বে কিন্তু নিষিদ্ধ। হাতির চামড়া যতটা না পণ্য তৈরিতে ব্যবহার করা হয় তার চেয়ে বেশি কাজে আসে ওষুধ তৈরিতে। আগে হাতি নির্ধারণ করা হতো তাঁত সংগ্রহ করতে। কিন্তু এখন শুধু তাঁত নয়, চামড়ার জন্য হাতি মারা হচ্ছে। মূলত চীনে হাতির চামড়া দিয়ে এক ধরনের গুড়া তৈরি করা হয়। অনেকের বিশ্বাস হাতির চামড়ার ঔষধি গুণ রয়েছে। যা আলসার বা ক্যান্সার নিরাময় সাহায্য করে। নিষিদ্ধ এই চামড়ার এক বর্গফুট এর দাম ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা। ৯০ এর দশকে হাতির চামড়ার তৈরি সামগ্রী চীনে পাওয়া গিয়েছিল। এছাড়াও চামড়ার নিচে যে চর্বি রয়েছে বিশেষ এক ক্রিম তৈরি হয়। তবে বর্তমানে হাতির শরীরের কোন কিছু বিক্রির ক্ষেত্রে কঠোর হয়েছে চীন ও অন্যান্য দেশ। তাই হাতের চামড়া ও অর্থ আদান-প্রদানে কাজ চলে অনলাইনে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url