ডুবো জাহাজ কিভাবে সমুদ্রের নীচ দিয়ে চলে?
সাবমেরিন বা ডুবো জাহাজকে সমুদ্রে উঠানামা করাবার জন্য এটার ওজন ইচ্ছামত বাড়ানো বা কমানো হয়।
ডুবো জাহাজের দুই পার্শ্বে কতকগুলো বড় বড় চৌবাচ্চা থাকে। স্বাভাবিক সময়ে চলাচলের সময় ডুবো জাহাজের কিছু অংশ পানির উপরে থাকে, তখন চৌবাচ্চাগুলো খালি থাকে। পানি নীচে যাওয়ার সময় ভাল্ভ খুলে চৌবাচ্চাগুলো পানি ভর্তি করা হয়; ইহাতে জাহাজের ওজন বৃদ্ধি পায় এবং উহা পানির নিচে চলে যায়। উপরে উঠার প্রয়োজন হলে সংকুচিত বায়ুর(Compressed air) সাহায্যে সেই চৌবাচ্চা হতে পানি বাহির করে দেয়া হয় যার ফলে জাহাজের ওজন উহা কর্তৃক অপসারিত পানির ওজন অপেক্ষা কম হয় এবং ডুবো জাহাজ উপরে ভেসে উঠে। এরূপ চৌবাচ্চার পানির পরিমাণ ঠিক রেখে ডুবে জাহাজ পানির মধ্যে যে কোন জায়গায় স্থির থাকতে পারে।