গ্যাস সিলিন্ডার যেভাবে হয়ে ওঠে বোমা

গ্যাস বেলুন দেখতে যতই ভালো লাগুক, এগুলো ফোলাতে ব্যবহৃত সিলিন্ডারে মাঝে মাঝেই বিস্ফোরণের খবর শোনা যায়।। যদি সিলিন্ডারের ব্যবহার সঠিকভাবে মেনে চলা হয়, তাহলে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কোনো আশঙ্কা নেই। গ্যাস সিলিন্ডারে উচ্চ চাপে গ্যাস ভরে পড়ে তা চাবি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে এলপি গ্যাস রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। অবশ্য যেদিন ভুল করে সিলিন্ডারে চাবি খুলে রাখা হয় বা কোন কারণে গ্যাস লিক করে- তখন চুলার জ্বালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটতে পারে। সাধারণত গ্যাসের চুলাতে এইভাবে দুর্ঘটনা ঘটতে পারে।

How a gas cylinder becomes a bomb

গ্যাস সিলিন্ডার যেভাবে বোমা হয়ে ওঠে

যদি হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস এইসব সিলিন্ডারে ভরে বেলুন ফোলানোর কাজে ব্যবহার করা হয় তাহলে কোন বিপদের আশঙ্কা থাকে না।
গ্যাস সিলিন্ডার

কিন্তু যখন সিলিন্ডারের ভিতরে থেকে রাসায়নিক বিক্রিয়ায় গ্যাস তৈরি করা হয়, তখন বিপদ দেখা ঘটতে পারে। গ্যাস বেলুন বিক্রেতারা না বুঝেই এই কাজটি করে। সিলিন্ডারের ভিতর সালফিউরিক বা হাইড্রোক্লোরিক এসিড এবং দস্তার হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই এসিড শুধু দস্তার সঙ্গে নয়, সিলিন্ডারের উপাদান- লোহার সঙ্গেও রাসায়নিক বিক্রিয়া করে এবং সিলিন্ডারের দেয়াল ক্ষয় করে। একসময় গ্যাসের চাপে ক্ষয় হয়ে যাওয়া সিলিন্ডার বিস্ফোরিত হয়। রাস্তার ধারে দোকান থেকে এসব সিলিন্ডার সস্তায় কিনে নেওয়া হয়। এইসব পাত্রের ধারণ ক্ষমতা কত না জেনে ব্যবহার করা হয়। মুখে গ্যাসের চাপ পরিমাপক মিটারও ব্যবহার করা হয় না। অপরিমিতভাবে কিছু এসিড এবং দস্তা মিশানো হয়। তখন অনেক সময় বিপুল গ্যাস উৎপন্ন হয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে সিলিন্ডার গরম হয়ে ওঠে সেই সময় সিলিন্ডার ঠান্ডা করার উদ্দেশ্যে পানি ঢালা হয়। উত্তপ্ত লোহার হঠাৎ সংকোচন এর প্রবণতা তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url