আটলান্টিকের পানি সবুজ কেন?
আটলান্টিক মহাসাগরের পানি নীলের পরিবর্তে সবুজ রঙের হয়। এখানে প্রশ্ন জাগতেই পারে এর মূল কারণ কী?
আটলান্টিক
মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ বের হয় যা সমুদ্রের
পানির সাথে মিশে যায়। পুরোপুরি এই হলুদ রঞ্জক মিশে গিয়ে পানির রঙ ভিন্ন রঙ ধারণ করে।
অর্থাৎ তখন সেই পানি সূর্য এর ৭টি রঙের মধ্যে সবুজ রঙ বাদে বাকি অন্য রঙগুলোকে শোষণ
করে এবং সবুজ রঙের আলো প্রতিফলিত করে। ফলে আমরা আটলান্টিক মহাসাগরের পানির রঙ নীলের
পরিবর্তে সবুজ দেখে থাকি।
সাধারণত
গভীর সমুদ্রের পানির রঙ নীল ও গভীর পানির রঙ সবুজ হয়ে থাকে। কারণ উপকূলীয় সমুদ্রে কিংবা
মেরু এলাকার সমুদ্রে প্রচুর সামুদ্রিক শৈবাল ও অন্যান্য উদ্ভিদ থাকে, যাদের রঙ সবুজ।
এরা প্রচুর পরিমাণে সমুদ্রের পলি থেকে পুষ্টি যোগাড় করে। সেখানে যখন নীল আলোর রশ্মি
পড়ে তখন সাধারণ সামুদ্রিক এলাকার পানির চেয়েও
বেশি পরিমাণে নীল আলো শোষিত হয়। সূর্য এর নীল আলো শোষিত হওয়ার কারণে সমুদ্রের তলদেশের
ঘন সবুজ উদ্ভিদ আর মাছ ও সামুদ্রিক জীবদেহ রঙ মিলে তৈরি করে সবুজাভ রঙ। যেমন- অ্যান্টার্কটিকার
চারপাশ ঘিরে দক্ষিণ মহাসাগরের রঙ সবুজ।