কম্পিউটার ভাইরাস থেকে মুক্তির উপায়
পেনড্রাইভ, মেমোরি কার্ড দিয়ে তথ্য বিনিময়ে কম্পিউটার সবচেয়ে বেশি ভাইরাসের কবলে পড়ে। ভাইরাস একেবারে নিঃশেষ করা প্রায় অসম্ভব। তবে কিছু কৌশল অবলম্বন করে আংশিক রক্ষা পাওয়া যায়।
পেনড্রাইভে বা মেমোরি কার্ড কম্পিউটারে প্রবেশ করালে Autorun.inf নামের ছোট একটি প্রোগ্রাম হার্ডডিস্ক এর মধ্যে ছড়িয়ে পড়ে। এটি ভাইরাসবাহী হতে পারে। পেনড্রাইভ কম্পিউটারে ঢুকিয়ে সেটিতে দুই ক্লিক করলেই ভাইরাস সক্রিয় হয়ে বিপদ ডেকে আনতে পারে। স্বয়ংক্রিয়ভাবে যাতে এটি না ছড়ায়, সে জন্য পেনড্রাইভের অটো প্লে বন্ধ করে দিতে হবে।
কিভাবে আমরা পেনড্রাইভের (Auto Play) অটো প্লে বন্ধ করতে পারি?
উইন্ডোজ বোতামে চাপ দেবার পর উইনডোর বামদিকে Settings যেতে হবে। তারপর সেটিংসের সার্চ অপশনে- autoplay লিখতে হবে। Autoplay settings অপশনটি সিলেক্ট করতে হবে।
Autoplay settings-এ off করে দিতে হবে।
এবার
(windows+R) Run এ গিয়ে services.msc লিখে enter চাপুন।
এখান থেকে খুজে Shell Hardware Detection নিয়ে সেটি খুলুন।
Startup type থেকে disabled বেছে নিয়ে নিচের stop অপশন সিলেক্ট করুন।
কিছুক্ষন অপেক্ষা করার পর
Service Status এ Stopped দেখালে Apply করে বের হয়ে আসুন।
তাহলে
Pendrive আর স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে না।
এবার
Notepad চালু করে তাতে Attrib-h-r-s** লিখে File এ save as এ গিয়ে UnHide.bat নামে সংরক্ষণ
করে Pendrive এ রাখতে হবে। এখন এটিতে দুই ক্লিক করলে কোনো ফাইল যদি অদৃশ্য থেকে যায় সেটি
দেখাবে।