পৃথিবীর মতো পানিসহ নতুন গ্রহের সন্ধান পেলো নাসা!!!

পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা জানিয়েছে, গ্রহটি ঠিক পৃথিবীর মতো দেখতে । পৃথিবী থেকে প্রায় শত আলোকবর্ষ দূরে TOI-700 গ্রহটিতে এমন তাপমাত্রা এবং পানি বিরাজ করছে যা প্রাণ বিকাশের উপযোগী। 

TOI-700

নাসা জানিয়েছে, TOI 700 গ্রহটি ১০১.৪ আলোকবর্ষ দূরে ডোরাডো(Dorado) নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। M-dwarf বা বামন শ্রেণীর এই তারকারাজির আঁকার-আকৃতি সাধারণত সূর্যের মতোই হয়। বিজ্ঞানীরা দাবি করেছেন, TOI-700 পৃথিবীর আকারে প্রায় ৯০%। এটির নিজের কক্ষপথে ঘুরতে সময় লাগে মাত্র ২৮ দিন, যেখানে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন। নাসার বিজ্ঞানীরা আরো বলছেন, পৃথিবীর মতো বাসযোগ্য এই গ্রহ আবিষ্কার মাইলফলক হয়ে থাকবে। এর আগে ২০২০ সালে TASS, অন্য আরেক একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা আরেকটি গ্রহ আবিষ্কার করেছিল যা অনেকটাই পৃথিবীর মতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার জেড প্রপালশন ল্যাবরেটরি এক বিবৃতিতে বলেছে, "আমরা মহাবিশ্বে যে কয়টি সোলার সিস্টেমকে জানি যেখানে এমন বাসযোগ্য গ্রহ থাকতে পারে তার মধ্যে এটি একটি।"

 পৃথিবীর মতো পানিসহ নতুন গ্রহের সন্ধান পেলো নাসা!!!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url