বেশি মেগাপিক্সেল মানেই ভালো ছবি নয়! আইফোনের ক্যামেরা মাত্র ১২ মেগাপিক্সেল হয় কেন?

মোবাইল ফোন কিনতে গেলে হয়তো সবার প্রথম প্রশ্ন হলো- ক্যামেরা কতো মেগাপিক্সেল? বর্তমানে প্রায় সবাই মুঠোফোনের ক্যামেরার দিকে ঝুকছে। কেন না স্মার্টফোন বহন করা সহজ। এর ক্যামেরাও দিন দিন উন্নত হচ্ছে। বাজারে রয়েছে ম্যাক্র লেন্স, প্যারিস্কোপি লেন্সসহ উন্নত সব লেন্সের স্মার্টফোন। বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির ৬৪ এবং ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনে ক্যামেরা ভরপুর। কিন্তু এই মেগাপিক্সেলের প্রতিযোগিতার মধ্যেও অ্যাপেল তাদের আইফোনে রেখেছে মাত্র ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এমনকি গুগলের পিক্সেল সিরিজের ফোনেও ১২ মেগাপিক্সেলের থেকে বেশি একদম থাকেনা।

 

আইফোনের ক্যামেরা মাত্র ১২ মেগাপিক্সেল হয় কেন?

কেন ১২ মেগাপিক্সেলের বেশি ক্যামেরা ব্যবহার করা হয় নি?

বেশ কিছু কারণও রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহারের মাঝে। প্রথমেই বলে রাখা দরকার যে, বেশি মেগাপিক্সেল মানে যে খুব ভালো ছবি হবে- তা কিন্তু নয়। ক্যামেরার সেন্সরের সাইজ যত ছোট, তার মেগাপিক্সেল যদি বেশি রাখা হয় তাহলে ছবি খারাপ আসবে। তবে ক্যামেরা সেন্সর যত বড় হবে, তত বেশি আলো প্রবেশ করবে। ফলাফলে ছবিও ভালো আসবে। মেগাপিক্সেল এক্ষেত্রে মূখ্য বিষয় না।

এদিকে উন্নত ছবির জন্য মেগাপিক্সেল ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে। ২০১৫ বাজারে আসা iPhone 6s এবং বর্তমানের iPhone 13 দুটোতেই রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। কিন্তু ছবির পার্থক্যে এসেছে বিশাল উন্নতি- যা অকল্পনীয়। এসব সম্ভব হয়েছে- বড় সেন্সর, হার্ডওয়্যার ও উন্নত সফটওয়্যারের কারণে। সকল কোম্পানির মোবাইল ফোনের ক্যামেরায় ছবি কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে ইমেজ প্রসেসিং সফটওয়্যারের ওপর। এছাড়া ছবি বেশি যত মেগাপিক্সেলের হোক না কেন, আমরা আসলে তা হুবহু দেখার সুযোগ পাই না। সহজ করে যদি বলতে চাই, আমাদের বাসায় যদি Ultra HD Display Monitor  থাকে, আমরা খালি চোখে সর্বোচ্চ ৮.৩ মেগাপিক্সেলের পরিমাণের ছবি বা ভিডিও দেখার সুযোগ পাবো। অর্থাৎ, ১২ মেগাপিক্সেল আমাদের প্রয়োজনের চেয়েও বেশি। বাজারে প্রচলিত সব স্মার্টফোন, টিভি, মনিটরের ডিসপ্লেতে ছবি দেখার জন্য ১২ মেগাপিক্সেলের ক্যামেরাই যথেষ্ঠ।

ROM

মেগাপিক্সেল কম রাখার আরেকটি কারণ হলো স্মার্টফোনের ROM বা জায়গা। বেশি মেগাপিক্সেলের ছবির সাইজ হয়ে থাকে অনেক বেশি। এতে অল্প ছবি তুললেই ফোনের ম্যামরি ফুল হয়ে যাবার সম্ভবনা বেশি থাকে। তাছাড়া আইফোনে এখনো ম্যামরি কার্ড যুক্ত করার কোনো সুবিধা নেই।

প্রসেসিংয়ের ব্যাপার

বেশি মেগাপিক্সেলের ছবি প্রসেসে করতে অনেক সময় লাগে। এতে ফোনের র‌্যাম ও প্রসেসরের ওপর চাপ পড়ে। ফলে ফোন স্লো হয়ে যায়, ছবি দেরিতে উঠে, অ্যাপগুলো হ্যাং করে এবং ব্যাটারির দ্রুত চার্জ চলে যায় এছাড়া আরও অনেক সমস্যা দেখা দেয়। আইফোনের ক্যামেরা ১২ মেগাপিক্সেল হলেও ভালো সেন্সর, ভালো প্রসেসর এবং চমৎকার ইমেজ প্রসেসিং সফটওয়ারের কারণে বাজারে থাকা অন্য বেশি মেগাপিক্সেল ক্যামেরার চেয়েও অনেক বেশি ভালো ছবি আসে।

 

আইফোনে ১২ মেগাপিক্সেল কি আর বাড়ছে না?

এইদিকে আইফোনে যখন আরও শক্তিশালী প্রসেসর, উন্নত ডিসপ্লে ও বেশি স্টোরেজ থাকবে, তখন ১২ মেগাপিক্সেল ক্যামেরার বেশি প্রয়োজন হবে, তাই না?

হ্যা, আপনাদের ধারনা সত্যি। সাম্প্রতিক iPhone 14 Pro Max তে ১২ মেগাপিক্সেলের ঐতিহ্য ভেঙে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে এসেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url