অ্যান্টিভেনম কি ও অ্যান্টিভেনম আবিষ্কারের রহস্য!
অ্যান্টিভেনম কি?
অ্যান্টিভেনম বলতে সাধারণত আমরা বুঝি সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত এক ধরনের সিরাম, যেটি ইনজেকশন এর মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। তবে অ্যান্টিভেনম অন্যান্য বিষাক্ত কামড়ের (বিচ্ছুর হুল, মাকড়সার কামড়) বিষ নিরাময় করতেও ব্যবহৃত হয়।
অ্যান্টিভেনম আবিষ্কারের রহস্য
আজ থেকে প্রায় ১৩০ বছর আগে অ্যান্টিভেনম আবিষ্কার করেন ফ্রান্সের ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট। ভিয়েতনাম ছিল তখন ফ্রান্সের উপনিবেশ। অ্যালবার্ট ক্যালমেট তখন ভিয়েতনামের সাইগোনে লুইপাস্তুরের আবিষ্কৃত রুবিস ভ্যাকসিন নিয়ে কাজ করতেছিলেন। ক্যালমেট লক্ষ্য করলেন বর্ষাকালে সাইগোনের নিম্নাঞ্চলে গোখরা সাপের উপদ্রব দেখা যায়। আর এ সময় গোখরা সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়। তিনি আরও লক্ষ্য করলেন সাপের কামড়ে গাধা বা ঘোড়ার তেমন কোন সমস্যাই হচ্ছে না। অ্যালবার্ট ক্যালমেট বিষয়টি নিয়ে আরও গবেষণা শুরু করলেন। তিনি আবিষ্কার করলেন, গাধা ও ঘোড়ার শরীরে প্রকৃতিগতভাবে সাপের বিষ ধ্বংস করার মতো অনেক অ্যান্টিবডি তৈরি হওয়ায় সাপের কামড়ে গাধা ও ঘোড়া মরে না। তাই ক্যালমেট গোখরা সাপ কামড় দেওয়া এক ঘোড়ার রক্ত সংগ্রহ করলেন। সেই রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করলেন। ১৮৯৬ সালের আবিষ্কৃত সেই পদ্ধতিতে এখনও বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম উৎপাদন করা হয়।