মানুষের শরীরের চামড়া কালো হওয়ার জন্য কি দায়ী?
মেলানিনের কারণে মানুষের শরীরের চামড়া বা ত্বক কালো হয়।
কি এই মেলানিন?
মেলানিন শব্দটি এসেছে গ্রীক শব্দ 'মেলাস' থেকে, যার অর্থ হলো 'কালো'। মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ (Skin Pigment)। এটি তৈরি করে মেলানোসাইট নামক কোষদ্বয়।
কি কি বিষয়ের উপর মেলিনিনের মাত্রা নির্ভর করে?
এটি সাধারণত সূর্যের আলোর উপস্থিতি, বংশগতি ও জাতি সত্তার ওপর নির্ভর করে। এছাড়া ভিটামিনের অভাব ও চামড়ার অসুখেও ত্বক কালো হতে পারে।
সূর্যের প্রচন্ড আলোতে থাকলে বা রোদে পুড়লে মেলানোসাইট কোষগুলো বেশি করে মেলানিন ক্ষরণ করায় ত্বক কালো ড়তে দেখা যায়।