ব্যস্ততার নির্ভরযোগ্য সাথী: আইওএস নাকি অ্যান্ড্রয়েড?

আমাদের দিনগুলো মুঠোফোন ছাড়া কল্পনা করা প্রায় অসম্ভব। ব্যস্ত জীবনের নানা কাজের মাঝে বিনোদন থেকে অবসর সময় কাটানো পর্যন্ত সহায় এখন মুঠোফোন। কোন ধরনের মুঠোফোনে কাজটা সহজ হবে, এমন প্রশ্নের উত্তরে, সবার পছন্দ এক নয়, কেউ পছন্দ করেন আইওএস আবার কারো পছন্দ অ্যান্ড্রয়েড।

আইফোন vs অ্যান্ড্রয়েড

ডিসপ্লে

ডিসপ্লের বিচারে iPhone 14 Pro Max এর স্ক্রিনটির বডি তুলনামূলকভাবে বড়। যাকে সবচেয়ে খাচ হিসেবে ধরা হয়। সাথে দূর্দান্ত ১২০ Hz ডিসপ্লের সবচেয়ে বাধাহীন ফলাফল প্রদান করছে। তাই ফোনটি হাতে ধরা আরাম দায়ক। যেখানে চতুর্ভুজ আকৃতির Samsung Galaxy S22 Ultra, ৬.৬৮ ইঞ্চি হওয়া সত্ত্বেও হাতের সস্তির ওপর ভিত্তি করে ইউজার পছন্দ করতে পারে। আবার ফোনের ব্রাইটনেসের বিচারে স্যামসাং জয় করে নিয়েছে দূর্দান্ত পারফর্ম্যান্স। তবে বর্তমানে স্যামসাং ও অন্যান্য ফোন আইফোনকে টক্কর দিতে বেশ কিছু নতুন ফিচার এনেছে।

আইফোন vs অ্যান্ড্রয়েড

চার্জ +পারফর্ম্যান্স

পারফর্ম্যান্সের হিসেবে iPhone 14 Pro Max তে রয়েছে মাল্টিকোর বেঞ্চমার্ক, যার ফলে কাজের ফাকে চার্জ দেওয়ার দুর্চিন্তার সম্মুখীন হতে হচ্ছে না। তবে চার্জ দেয়া বা গেইম খেলার সময় গরম হয়। তাই এন্ড্রয়েড ফোন এনেছে তুলনামূলকভাবে বেশি র‌্যাম। Samsung Galaxy S22 Ultra এর র‌্যাম ১২ জিবি আর iPhone 14 Pro Max র‌্যাম ৬ জিবি। তবে মোবাইল গেমারদের ক্ষেত্রে এন্ড্রয়েড এনেছে বাড়তি ফিচার। যেমন- Realme, Asus, Samsung ইত্যাদি। আবার আপনি একি সময়ে একাধিক অ্যাপ কোনো প্রকার গ্লিক ছাড়াই ব্যবহার করতে পারছেন।

ব্যাটারি

চার্জ মুঠোফোন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় সমস্যা। চার্জের আয়ুর কথা ভাবতে গেলে iPhone 14 Pro Max সবচেয়ে এগিয়ে। কারণ এর ব্যাটারি ৬০০০ মিলি অ্যাম্পিয়ার- যাকে ধরা বিশ্বের সেরা ব্যাটারি। আবার অনেকেই আছেন খুব তাড়াতাড়ি চার্জ দিতে চান। তাদের জন্য ৬৫ ওয়াটের টার্ব চার্জার নিয়ে এসেছে Realme

ক্যামেরা

ক্যামেরার বাছবিচারে সবচেয়ে ভালো পছন্দ আইফোন। যেকোন অ্যাপ বা ফোনের ক্যামেরা ব্যবহার করুন না কেন আইফোনের ছবির মান থাকে অটুট। অন্যান্য ফোন যেখানে নাস্তা নাবুদ। এন্ড্রয়েডের মধ্যে Vivo X80 Pro নিয়ে এসেছে অসাধারণ ক্যামেরা। ৩২ মেগাপিক্সেল আর ২৪ মিলিমিটার প্রশস্ত ক্যামেরা এনেছে জিস ন্যাচারাল কালার, যা ছবি ফুটে উঠতে সাহায্য করে। আবার এক এক সময় নাইট মোডে ছবি তোলার ক্ষেত্রে Huwaei এনেছে সুপার লং ক্যামেরা। যা রাতে বা অন্ধকারে ছবি তোলা সহজ করে দিয়েছে।

যার যার আগ্রহের মাপকাঠিতে এক একজন বেছে নিচ্ছেন তার পছন্দের ফোন- কখনো বা অ্যান্ড্রয়েড, আর কখনো বা আইফোন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url