তিমি কিভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়?
সকলেই জানি তিমি একটা স্তন্যপায়ী প্রাণী। অনেকের মনে হয়তো প্রশ্ন আসে-
সমুদ্রের মধ্যে একটি তিমির কীভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে?
দুধের সংমিশ্রণটি আপনার প্রশ্নের উত্তর দিতে পরবে।
যখন শিশু তিমিটি দুধ খাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন মা তিমি তার সন্তানের কাছে থাকা অবস্থায় তার দুধ সরাসরি পানিতে ছেড়ে দেয়। কিন্তু তিমির দুধের মিশ্রনে অনেক বেশি চর্বিযুক্ত উপাদান থাকায় এটি পানিতে দ্রবীভূত হতে পারে না। বরং দুধের এই ঘন এবং আঠালো হওয়াতে এটি পানিতে পৃথকভাবে ভাসতে থাকে, ফলে বাচ্চা তিমি তা খেয়ে নিতে পারে।