তুষারে নাকাল এশিয়া- চীন,জাপান ও কোরিয়া জরুরি অবস্থা জারি

তুষারে নাকাল এশিয়া চীন জাপান কোরিয়া!

ভারী তুষারপাতে বিপর্যস্ত এশিয়ার পূর্বাঞ্চল নাকাল কোরিয়া উপকূল চীন ও জাপান। বিগত কয়েক দশকে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করেছে দেশগুলো। বৃহস্পতিবার জরুরী সর্তকতা জারি করেছিল দক্ষিণ কোরিয়া। তাপমাত্রা নেমেছিল (মাইনাস) -১৫° ডিগ্রি সেলসিয়াস। যা আরো দুদিন বহাল থাকার পূর্বভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কনকনে ঠান্ডায় এবং প্রবল তুষার ঝরে স্থবির জাপান ও কিছু কিছু জায়গায় জারি রয়েছে যান চলাচলের সতর্কতা। বেড়েছে ঠান্ডা জনিত রোগের নানা প্রকপ। একই পরিস্থিতি চীনেও চলতি মৌসুম ৫৪ বছর পর সর্বনিম্ন তাপমাত্রা দেখলো দেশটি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url