৫০ হাজার বছর পর ধেয়ে আসছে ধূমকেতু

৫০ হাজার বছর পর পৃথিবীর পাশ দিয়ে ধেয়ে যাবে ধুমকেতু যার নাম দেয়া হয়েছে C-2022 E3 (ZTF) ২০২২ সালের মার্চ মাসে UTR সার্ভে ক্যামেরা দ্বারা প্রথম দেখা গিয়েছিল ধূমকেতুটি ।

দীর্ঘ সময় পেরিয়ে পৃথিবীর কাছে আসছে ধূমকেতুটি ১২ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ সূর্যের সবচেয়ে কাছে আসবে এরপর ০১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ পৃথিবীর কাছে আসতে পারে  দূরবীন ছাড়াও খালি চোখে এটি পর্যবেক্ষণ করতে পারবে পৃথিবীর মানুষ । তবে চাঁদ বা শহরের লাইটের আলোর উজ্জ্বলতা যদি বেশি থাকে তাহলে খালি চোখে ধূমকেতুটি নাও দেখা মিলতে পারে। 

৫০ হাজার বছর পর ধেয়ে আসছে ধূমকেতু

ধূমকেতুর ব্যাস

ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুটি ধূমকেতুর চেয়ে আকারে অনেক ছোট এটি । এর আগে ২০২০ সালের মার্চ মাসে নিউওয়াইজ এবং ১৯৯৭ সালে হেলিবপ ধুমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিলো । হেলিবপ ব্যাস ছিল ৬০ কিলোমিটার জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস রিভার্ট জানিয়েছেন ধূমকেতুটি ময়লা এ্যামিটেব সবুজ আভা দিয়ে তৈরি । এদিকে ধারণা করা হচ্ছে ধূমকেতুটি এসেছে অর্টমেট থেকে । এটি সৌরজগৎ এর রহস্যময় বরফীয় বস্তুর কাছে অবস্থিত । সব শেষবার ধূমকেতুটি যখন পৃথিবীর কাছে এসেছিল তখন পৃথিবী ছিল পুরাতন প্রস্তর যুগে জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন এবার পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো ধূমকেতুটি হারিয়ে যাবে সৌরজগৎ থেকে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url