পুনরায় জীবিত করার চিন্তায় এক প্রকল্প! এটা কি সম্ভব হবে?
প্রকৃতির বাস্তব সত্য নির্ধারিত সময়ে মৃত্যু আসবে, আর পেছনে থাকবে মানুষের ফেলে আসা স্মৃতি। কিন্তু মৃত্যুকে আটকে রেখে প্রকৃতিকে চ্যালেন্জ ছুরে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের Alcor Life Extension Foundation। এ যেন ফ্রাঙ্কেস্টাইন গল্পের মতো রুপকথা।
Alcor প্রতিষ্ঠানটি মৃতকে জীবিত করতে নানান বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। Life Extension-জীবনের পরিধি বাড়ানোর এই মিশনে Alcor তরল নাইট্রোজেন ভরা ট্যাংকে ২০১ টি মৃত দেহ, মাথা এবং ১০০ টি পোষা প্রাণীকে সংরক্ষন করে রেখেছে। যারা ভবিষ্যতে পূনর্জীবিত হবার আশায় Cryopreseve এর সিধান্ত নিয়েছিলেন। সংরক্ষিত মৃত দেহগুলোকে বলা হয় Cryopreseved। Alcor এর পূর্নবিশ্বাস, এসব মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেয়া হবে যখন প্রাণ ফিরিয়ে দেবার মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার করা হবে। আর এমন আশায় মৃত ব্যক্তিদের স্বজনেরাও অপেক্ষার দিন গুনছেন।
কোন রোগীরা এই Cryopreseve প্রক্রিয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছেন?
Alcor-এর
রোগীরা হচ্ছেন ক্যান্সার, প্যারালাইসিস এবং অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা।
এদের মধ্যে রয়েছে মাত্র ২ বছর বয়সে মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া থাইল্যান্ডের
একটি মেয়ে শিশু। শিশুটির দেহ ২০১৫ সাল থেকে সংরক্ষিত। প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ
ম্যাক্স মোর ভাষ্য মতে, শিশুটির মস্তিষ্কে একাধিক অস্ত্রপচারে কোন কাজ না হওয়ায় মেয়েটির
বাবা মা Alcor এর সাথে যোগাযোগ করেন, যেখানে মেয়েটির বাবা-মাও ডাক্তার। আরও একজন হলেন
বিট কয়েনের পথ প্রদর্শক হেলফ পিনি। যিনি Alcor এর একজন রোগী। ২০১৪ সালে প্যারালাইসিসে
প্রাণ হারানোর পর Alcor তার মরদেহ সংরক্ষণ করে রেখেছে।