২৮ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ বাংলাদেশের সর্বপ্রথম মেট্রোরেল চালু হয়। এমআরটি-৬ লাইনের প্রথম পর্যায়ের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন । জেনে নিতে পারেন মেট্রোরেল সম্পর্কে অবাক করা কিছু তথ্য।
মেট্রোরেল হলো দ্রুত পরিবহনের জন্য একটি বৈদ্যুতিক রেল ব্যবস্থা। জেনে রাখা ভালো যে, 'মেট্রো' কথাটি এসেছে 'মেট্রোপলিটন' থেকে। সাধারণত মেট্রো বলতে বুঝানো হয় শহরকে। আর মেট্রোপলিটন অর্থ হলো মহানগর এলাকা।
১৮৬৩ সালে লন্ডনে বিশ্বের প্রথম মেট্রোরেল চালু হয়েছিল।
এশিয়া মহাদেশে এখন পর্যন্ত ৬১ মেট্রোরেল রয়েছে। এগুলোর মধ্যে ১৫টিই আমাদের প্রতিবেশী দেশ ভারতের।
আমাদের এ মেট্রোরেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।
- (ম্যাস রাপিড ট্রানজিট)এম আর টি লাইন-৬ এ ব্যবহৃত ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।
- এম আর টি লাইন-৬ এর দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার।
- উত্তরা থেকে আগারগাঁও দূরত্ব প্রায় ১২ কিলোমিটার, আর ট্রেনটিতে কোনো স্টেশনে না থামলে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ড।
- ট্রেনটির জন্য নিয়োগকৃত ২৮ জন চালকের মধ্যে প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন ১৬ জন। যেখানে মোটে ২ জন নারী চালকও রয়েছেন।
- কেনা ২৪ সেট ট্রেনের মধ্যে ২০ সেট ট্রেন চলাচল করবে।
- এ প্রকল্পের মোট ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এখানে সরকারের অর্থায়ন ছিল ১৩ হাজার ৫৭৩ কোটি ৫২ লাখ টাকা।