ল্যাপটপের ব্যাটারি নষ্ট। এখন আমি পাওয়ার কানেক্ট করে চালাই। কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেলে সাথে সাথে বন্ধ হয়ে যায়। এতে কি ল্যাপটপের কোন ক্ষতি হবে?
জ্বী, ক্ষতি হতে পারে । যেমন: মাদারবোর্ড, হার্ডডিস্ক, এসএসডি, অথবা উইন্ডোজও পড়ে যেতে পারে । এক্ষেত্রে আপনার ল্যাপটপের একটি নতুন ব্যাটারি কেনা সব থেকে ভাল। আর যদি ব্যাটারি ব্যবহার না করতে চান বা নতুন ব্যাটারি কিনতে না চান, তাহলে সাধারন মানের ইউপিএস ব্যবহার করতে পারেন । কারেন্ট গেলে যেন অন্ততপক্ষে ল্যাপটপ বন্ধ করার সময়টুকু পান এতে করে অযাচিত ক্ষতি হতে রক্ষা পাবেন ।