ল্যাপটপের ব্যাটারি নষ্ট। এখন আমি পাওয়ার কানেক্ট করে চালাই। কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেলে সাথে সাথে বন্ধ হয়ে যায়। এতে কি ল্যাপটপের কোন ক্ষতি হবে?

জ্বী,  ক্ষতি হতে পারে । যেমন: মাদারবোর্ড, হার্ডডিস্ক, এসএসডি, অথবা উইন্ডোজও পড়ে যেতে পারে । এক্ষেত্রে আপনার ল্যাপটপের একটি নতুন ব্যাটারি কেনা সব থেকে ভাল। আর যদি ব্যাটারি ব্যবহার না করতে চান বা নতুন ব্যাটারি কিনতে না চান, তাহলে সাধারন মানের ইউপিএস ব্যবহার করতে পারেন । কারেন্ট গেলে যেন অন্ততপক্ষে ল্যাপটপ বন্ধ করার সময়টুকু পান এতে করে অযাচিত ক্ষতি হতে রক্ষা পাবেন ।

ল্যাপটপের ব্যাটারি নষ্ট এখন আমি পাওয়ার কানেক্ট করে চালাই কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেলে সাথে সাথে বন্ধ হয়ে যায় এতে কি ল্যাপটপের  কোন ক্ষতি হবে



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url