পাহাড়ের উপরে বা খনির নিচে দোলক ঘড়ি (Pendulum Clock) ঠিক সময় দিবে কি
পাহাড়ের উপরে বা খনির নীচে দোলক-ঘড়ি ‘স্লো’ যাবে কারণ সেই স্থানসমূহের অভিকর্ষজ ত্বরণের (g) মান কম এবং সেহেতু দোলকের দোলন কাল (Period of Oscillation) বৃদ্ধি পাবে অর্থাৎ একবার পূর্ণ দোলনে বেশি সময় লাগবে।