বরফ কেন পানিতে ভাসে

পানি জমিয়ে বরফে পরিণত হলে সেই বরফ পানিতে ভাসে কারণ বরফের টুকরা সম-আয়তন পানি অপেক্ষা হাল্কা। যেহুতু ভাসনের শর্ত অনুযায়ী ভাসমান বস্তুকে সম-আয়তন তরল অপেক্ষা হাল্কা হতে হবে সেইহতু সম-আয়তন বরফ পানি অপেক্ষা হাল্কা বলে পানিতে ভাসে। পরীক্ষা করে দেখা গেছে যে ১ সি.সি. বরফের ওজন .৯২ গ্রাম কিন্তু ১ সি.সি. পানির ওজন প্রায় ১ গ্রাম। এই জন্যই বরফের জন্যই বরফের কোন টুকরা সম-আয়তন পানির ওজন অপেক্ষা হাল্কা এবং স্বভাবতই তা পানিতে ভাসে। (০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১১ সি.সি. পানি জমে ০ ডিগ্রি সেলসিয়াস  তাপমাত্রায় ১২ সি.সি. বরফে পরিণত হয়) ।

বরফ কেন পানিতে ভাসে


Next Post
No Comment
Add Comment
comment url