সংকর ধাতু কাকে বলে?
দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে গঠিত ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। এ ধাতব মৌলগুলো ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। উদাহরণ- ব্রোঞ্জ, পিতল ইত্যাদি।
সংকর ধাতুর ব্যবহার দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে রয়েছে। একাধিক ধাতুর মিশ্রণের কারণে দ্রব্যের উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যায়। আবার অনেক সময় ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার জন্যেও (যেমন- ধাতব ঔজ্জ্বল্য, ঘাত সহনীয়তা বা নমনীয়তা) সংকর ধাতু ব্যবহৃত হয়।