হাইড্রলিক প্রেস (Hydraulic Press) কাকে বলে? ইহার প্রয়োজনীয়তা কি
হাইড্রলিক প্রেস একটি যন্ত্র যা দ্বারা ঘাত-বৃদ্ধি নীতির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। ইহা দ্বারা প্রচন্ড ঘাতের সৃষ্টি করা যায় এবং বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে ইহা প্রয়োগ করা হয়। প্রচন্ড ঘাতের সাহায্যে কাপড়, পাট, তুলা প্রভৃতির গাঁট চাপিয়ে ছোট করা, বীজ হতে তৈর নিষ্কাশন করা প্রভৃতি কাজ হয়ে থাকে। মেরামতের সময় ভারী মোটরগাড়ি উচুঁতে তুলবার জন্য মোটর গ্যারেজে হাইড্রলিক প্রেস ব্যবহৃত হয়।