মানুষ সাতাঁর কাটে কিভাবে?
মানুষের দেহ সম-আয়তন পানি থেকে হাল্কা হলেও মাথা ওজনে ভারী। সুতরাং, দেহ পানিতে সহজে ভাসে কিন্তু মাথা ডুবে যেতে চায়। সাঁতার কাটা বলতে আমরা বুঝি হাত-পা নাড়িয়ে পানিতে চাপ দিয়ে মাথা পানির বাহিরে রাখতে পারাকে। সেজন্য মানুষকে সাঁতার শিখতে হয়, কিন্তু জন্তু-জানোয়ারদের জন্য এ সাঁতার স্বভাবজাত কারণ জন্তুদের মাথা সম-আয়তন পানি অপেক্ষা হাল্কা কিন্তু এদের দেহ ওজনে ভারী হয়। এই কারণেই ভাসমান মৃত মানুষের মাথা পানিতে ডুবে থাকে।