কৃত্রিম উপায়ে কিভাবে বৃষ্টিপাত ঘটান সম্ভব হয়েছে
মেঘের জলীয় বাষ্প জমিয়ে বৃষ্টির বিন্দুরুপে পরিণত হতে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার প্রয়োজন। ধূলিকণার চতুর্দিকে সূক্ষ্ণ বাষ্পের কণাগুলো জমা হয়ে পানির ফোটায় পরিণত হয় এবং ফোটা ভারী বলে বৃষ্টি হিসেবে পতিত হয়। বর্তমানে সিলভার আয়োডাইড এবং মাঝে মাঝে লবণের কণা বিমানের সাহায্যে মেঘের মধ্যে ছড়িয়ে দিলে, সিলভার আয়োডাইড বা লবণের কণার চতুর্দিকে বাষ্প জমিয়ে বৃষ্টির ফোটা গঠন করে। এইরূপে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটান সম্ভব হয়েছে।