পৃথিবীর মেরুপ্রান্তে অভিকর্ষজ ত্বরণের (‘g’ Acceleration due to Gravity) মান নিরক্ষরেখার মান হতে বেশি কেন

 পৃথিবীর কেন্দ্র হতে মেরুপ্রান্তের দূরত্ব নিরক্ষরেখার(equator)  দূরত্ব অপেক্ষা কম। যেহুতু, কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধি পেলে ‘g’ এর মান কমে এবং দূরত্ব কমলে ‘g’-মান বাড়ে সেইহেতু মের‌ুপ্রান্তে ‘g’ এর মান নিরক্ষরেখার ‘g’ এর মান অপেক্ষা বেশি। ‘g’ এর গড় মান সি.জি.এস. পদ্ধতিতে ৯৮১সে.মি/সেকেন্ড২ এবং এফ.পি.এস. পদ্ধতিতে ৩২ ফুট/সেকেন্ড২ ।পৃথিবীর কেন্দ্রে ‘g’ এর মান শূন্য এবং কেন্দ্রে ভূ-পৃষ্ঠের দিকে ইহার মান বৃদ্ধি পায় এবং ভূ-পৃষ্ঠে ইহার মান সবচেয়ে বেশি।

অভিকর্ষজ ত্বরণ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url