থার্মোফ্লাস্কে (Thermoflask) গরম বস্তু গরম এবং ঠান্ডা বস্তু ঠান্ডা থাকে কেন?

থার্মোফ্লাস্কে একটি দুই দেয়াল বিশিষ্ট কাঁচ পাত্র। একটি ধাতু নির্মিত কৌটার ভিতর এই কাঁচ পাত্রটি সাবধানে স্প্রিং এর উপর রক্ষিত। থার্মোফ্লাস্কের দুই দেয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য করা হয় এবং যন্ত্রটির ভিতরের দেয়ালের বহির্ভাগ এবং বাহিরের দেয়ালের অভ্যন্তর ভাগ পারদ দ্বারা চকচকে করা হয়। ফ্লাস্কের মধ্যে গরম চা বা দুধ রাখলে উহার দুই দেয়ালের মধ্যবর্তী অংশ বায়ুশূন্য থাকে বলে তাপ পরিবহন বা পরিচলনের কোন মাধ্যম থাকে না এবং দেয়াল চকচকে থাকে বলে বিকিরণ প্রক্রিয়াও অকেজো হয়ে যায়। সুতরাং গরম চা বা দুধ গরমই থেকে যায়। ফ্লাস্কের মুখ রাবার বা শোলার কর্ক দ্বারা আটকান থাকার ফলে এই পথেও তাপ পরিবাহিত হয় না। বরফ গলাবার জন্য যে তাপের প্রয়োজন সেই তাপ ফ্লাস্কে থাকে না বা প্রবেশ করতে পারে না ফলে উহা গলে না।
থার্মোফ্লাস্কে (Thermoflask) গরম বস্তু গরম এবং ঠান্ডা বস্তু ঠান্ডা থাকে কেন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url